img

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

প্রকাশিত :  ১৬:৪৩, ০২ আগষ্ট ২০২০

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক। শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে এমন নিশ্চয়তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি ফোন করেন পাকিস্তানের এই দু’নেতাকে। এ সময় তারা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভির অফিস থেকে এক টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন ফোনে। যেসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কাশ্মীর ও কোভিড-১৯। এ সময় প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, দখলদার বাহিনী ফিলিস্তিনে অব্যাহতভাবে নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে।

একইভাবে, এমনকি করোনা মহামারির মধ্যেও ভারত দখলীকৃত কাশ্মীরেও একই অবস্থা। তুর্কি প্রেসিডেন্ট তাকে নিশ্চয়তা দিয়েছেন যে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তার দেশ অব্যাহতভাবে সমর্থন দেবে এবং দুই ভ্রাতৃপ্রতীম দেশ একই লক্ষ্যে এগিয়ে যাবে। এ ছাড়া করোনা মহামারি পরবর্তীতে তুরস্ক সফরের জন্য পাকিস্তানি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় প্রায় ৯ দশক পরে ইস্তাম্বুলের হাগিয়া সোফিয়াকে মসজিদ হিসেবে খুলে দেয়ার জন্য এরদোগানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আলভি। একই কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, লাখ লাখ পাকিস্তানি ওই মসজিদের নামাজ টেলিভিশনে সরাসরি উপভোগ করেছেন। কথোপকথনে এরদোগানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। 

img

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

প্রকাশিত :  ০৮:২৪, ১৮ এপ্রিল ২০২৪

টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম।  সেখানে একজন স্থপতি এই নারী তালিকায় উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন।

মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না; কিন্তু মেরিনা তাবাসসুম সাধারণ নন। তিনি স্থাপত্যচর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

সাময়িকীটি আরও লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়।

স্থপতি মেরিনার এটিই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০-এ স্থান ছিলেন তিনি। সেখানে ১০ জনের মধ্যে তৃতীয় হন এই স্থপতি।

ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে ২০১৮ সালে জামিল প্রাইজ পান তিনি। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে পান সম্মানজনক আগা খান পুরস্কার। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়।

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকায় রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও শিল্পী শ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন।