বঙ্গবীর যা বললেন

img

ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়া ৫ তারিখ জানাবো

প্রকাশিত :  ০৯:৫৭, ০৩ নভেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট: ১৪:০৭, ০৩ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়া ৫ তারিখ জানাবো
জনমত রিপোর্ট ।। জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্তের কথা আগামী ৫ নভেম্বর ড. কামাল হোসেনকে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

শনিবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। 

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা আগামী ৫ নভেম্বর দলগতভাবে সিদ্ধান্ত জানাবো। যদি ঐক্যফ্রন্টের সঙ্গে থাকি তবে জান দিয়ে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টে যোগ দিই বা না দিই- ত‌বে ড. কামাল হোসেন জি‌তে গে‌ছেন, যে‌দিন সংলা‌পে ব‌সে‌ছেন।’

বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভায় উপস্থিত হননি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সভায় এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সভায় বি. চৌধুরীর থাকার কথা ছিল। শুক্রবার তার সঙ্গে কথা হয়েছে। তিনি তখনও বলেছিলেন আসবেন। কিন্তু আজ যখন তিনি শুনলেন যে এই সভায় সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন, তখন তিনি না আসার সিদ্ধান্ত নেন।’

কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। 
img

ধর্ম নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথির ৫ বছর কারাদণ্ড

প্রকাশিত :  ০৯:৩৭, ১৩ মে ২০২৪

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

২০২০ সালে পল্টন থানায় করা মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত সোমবার (১৩ মে) এই রায় ঘোষণা করেন।

বিচারক রায়ে উল্লেখ করেন, তিথি সরকারের আগের ২১ মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। এছাড়া তাকে এক বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেওয়া হয়। এ সময় নিয়মিত প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে।

আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন।

অভিযোগে বলা হয়, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি ওই বছরের ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দফতর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়।

একই অভিযোগে ২০২০ সালের ২৬ অক্টোবর জবির রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।