img

পূর্ব লন্ডনের গ্রীন স্ট্রিটে অগ্নিকাণ্ডে ১ জন আহত

প্রকাশিত :  ১৪:৪০, ১০ আগষ্ট ২০২০
সর্বশেষ আপডেট: ১৪:৪৫, ১০ আগষ্ট ২০২০

পূর্ব লন্ডনের গ্রীন স্ট্রিটে অগ্নিকাণ্ডে ১ জন আহত

জনমত ডেস্ক: পূর্ব লন্ডনের গ্রীন স্ট্রিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি দোকান ভস্মীভ’ত হয়েছে বলে জানাগেছে।

রবিবার রাত সাড়ে ১০টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লন্ডন ফায়ার বিগ্রেডের বিভিন্ন স্টেশন থেকে প্রায় ১০০ ফায়ার ফাইটার বা ১০০জন দমকলকর্মীরা প্রায় সাড়ে ৪ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

নিউহাম বারার ফরেস্ট গেইট সংলগ্ন গ্রিন স্ট্রিটের একটি মাঝারি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলেও তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ৪টি ঘর এবং দুইটি ফ্লাটে। এতে এক ব্যক্তি ধোয়াজনিত কারনে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এর আগে প্রায় ২৬জন স্থানীয় বাসিন্দাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। স্যোশাল মিডিয়া বেশ কিছু ভিডিও ছবি দেখা যায়। এতে একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ছে দেখা যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, দোকানগুলো বেশ পুরাতন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রনে রাখা কস্টকর হয়। আগুন নিয়ন্ত্রন এবং অনুসন্ধানে ড্রোন ব্যবহার করা হয়। কেন আগুনের সূত্র হয়েছে তাও তদন্ত করছেন কর্মকর্তারা।

কমিউনিটি এর আরও খবর

img

সেপ্টেম্বরে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিসে

প্রকাশিত :  ১২:৪৪, ১২ মে ২০২৪

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব আগামী সেপ্টেম্বর মাসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট এর প্রবাসীদের মিলন মেলা হবে দিনটিতে। 

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।

দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার স্লোগান নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের ব্যাপারে অবগত করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গত সোমবার (৬ মে) ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে মতবিনিময় করেন। 

এ সময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এ সংগঠনের ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন। এসময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি  কামনার পাশাপাশি বলেন দেশের উন্নয়নে সকল প্রবাসীদের কে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফইজুর রহমান, সহ সভাপতি মো: আব্দুলমুনিম  জাহেদী ক্যারল, সহ সভাপতি ইসবাহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফয়সল উদ্দিন ও সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজানসহ কার্য নির্বাহীকমিটির নেতৃবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর