img

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ২০১৯ এর নির্বাচন বিষয়ক মতবিনিময়

প্রকাশিত :  ১০:৫৩, ০৭ নভেম্বর ২০১৮

 গোলাপগঞ্জ  হেল্পিং হ্যান্ডস  ২০১৯ এর নির্বাচন বিষয়ক মতবিনিময়

জনমত রিপোর্ট ।। গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস এর ২০১৯ সালে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সর্বস্তরের গোলাপগঞ্জবাসী ও গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সকল সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস এর সদস্যরা আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে না। যারা সংবিধান সংশোধনের নামের নিজের কর্তৃত্ব ধরে রাখতে চেয়েছে আগামী নির্বাচনে তাদের অবশ্য এর মাশুল দিতে হবে।’
গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আব্দুল হালিম মাহমুদ নাহিন।

গত ৪ জানুয়ারি রবিবার একটি সার্বজনীন কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হচ্ছেন ব্রিটেনে গোলাপগঞ্জ প্রবাসীদের দূত। এরা পুরো ব্রিটেনে আমাদের প্রতিনিধিত্ব করবেন। সুতরাং একজন সৎ ও শিক্ষিত নেতৃত্ব নির্বাচিত করলে পুরো কমিউনিটিতে গোলাপগঞ্জের মুখ উজ্জ্বল হবে।
পূর্ব লন্ডনের দারুল উম্মা সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম। সংগঠনের সদস্য আরেফ মঞ্জুর চৌধুরী মিঠু ও সাবেক ইসি মেম্বার আব্দুল বাছিরের উপস্থাপনায় বক্তারা আরো বলেন, একটি সংগঠন তখনই সার্বজনীন হয় যখন সকলের সম্পৃক্ততা নিশ্চিত করা যায়। আর যদি কেহ সংগঠন প্রতিষ্ঠার পর সারা জীবনের জন্য ক্ষমতা দখল করে রাখতে চায় তাদের মুখে সার্বজনীন মানায় না।
বক্তারা আরো বলেন, যারা দীর্ঘ ৭ বছর ক্ষমতায় থেকে আবারও ক্ষমতায় আসতে চায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সদস্যরা তাদের আর ভোট দেবে না। তারা সাধারণ সদস্যদের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।
\"\"
সভায় সভাপতি প্রার্থী আবু তাহের তার ভবিষ্যত চিন্তাধারা তুলে ধরেন। এতে হল ভর্তি সংগঠনের সদস্যরা করতালি দিয়ে তাকে সমর্থন করেন। তিনি ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের উন্নয়নের জন্য পুরো প্যানেলকে ভোট দেয়ার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তাহেরকে একজন সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। উক্ত সভায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ প্রবাসী গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় মঞ্চে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমান, আনোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান), গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামছুল হক, আব্দুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম ও রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের বর্তমান সভাপতি তমিজুর রহমান রঞ্জু, কমিউনিটি সংগঠক লোকমান উদ্দিন, মাওলানা শওকত আলী, মোহাম্মদ ইসলাম উদ্দিন, এম এ বাছিত, মাসুক আহমদ ও আব্দুল লতিফ খান, হেলাল উদ্দিন ও মাইজ উদ্দিন আহমদ।

সভায় গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ সংগঠনের প্রতিষ্ঠার কারন তুলে ধরেন। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইসলাম চৌধুরী জবা, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টির সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সহ-সভাপতি আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, সদস্য নুরুল ইসলাম বেলাল, সাবেক ইসি মেম্বার এনাম উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, ইয়ামিন দিদার, আলতা মিয়া, আমিনুল হক জিলু, জেনিফার শারমীন লাস্কমী, সাবেক সহ-সম্পাদক কামাল উদ্দিন, গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতি লুটন এর সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সাবেক ইসি মেম্বার মারুফ আহমদ, সৈয়দ নাদির আহমেদ, মিছবা মাছুম, আলী আমজাদ চৌধুরী, রেজাউল ইসলাম বিল্লাহ, সাজেদুর রহমান সাজন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা সহসভাপতি আনোয়ারুল ইসলাম জবা, সাবেক সহ-সভাপতি মাসুদ আহমদ জুয়েল, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, ফয়েজ আহমদ, ফারুক মিয়া, ইকবাল আহমদ চৌধুরী, আব্দুল বারী নাছির, নুনু মোহাম্মদ শেখ, হেলাল উদ্দিন, আব্দুল হালিম চৌধুরী, দেলোয়ার আহমদ শাহান, সাবেক ভিপি তৌফিক আহমদ টিটু, কাওছার আহমদ জগলু, বিলাদুর রহমান কাসেম, সুহেল আহমদ, সাবলু আহমদ, মুকিতুর রহমান মুকিত, রেদওয়ান হোসেন রেজা সহ আরো অনেকে।

কমিউনিটি এর আরও খবর

img

সেপ্টেম্বরে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিসে

প্রকাশিত :  ১২:৪৪, ১২ মে ২০২৪

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব আগামী সেপ্টেম্বর মাসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট এর প্রবাসীদের মিলন মেলা হবে দিনটিতে। 

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।

দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার স্লোগান নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের ব্যাপারে অবগত করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গত সোমবার (৬ মে) ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে মতবিনিময় করেন। 

এ সময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এ সংগঠনের ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন। এসময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি  কামনার পাশাপাশি বলেন দেশের উন্নয়নে সকল প্রবাসীদের কে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফইজুর রহমান, সহ সভাপতি মো: আব্দুলমুনিম  জাহেদী ক্যারল, সহ সভাপতি ইসবাহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফয়সল উদ্দিন ও সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজানসহ কার্য নির্বাহীকমিটির নেতৃবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর