img

রাজধানিতে করোনা আক্রান্ত বিদেশি নাগরিকের আত্মহত্যা

প্রকাশিত :  ০৯:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২০

রাজধানিতে করোনা আক্রান্ত বিদেশি নাগরিকের আত্মহত্যা

জনমত ডেস্ক: ঢাকার ধানমণ্ডিতে করোনাভাইরাসে আক্রান্ত এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন। নিহতের নাম মিখাইল স্টেলমাখ (৩০)। তিনি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন।

ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ইকরামুল হক যুগান্তরকে বলেন, রোববার ভোরে ওই বিদেশি নাগরিক ল্যাব এইড হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে লাফ দেন। বেলা পৌনে ৩টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিখাইল বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন এবং থাকতেন সেখানেই। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।

পুলিশ বলছে, ল্যাবএইডের ৬ষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। তবে তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। একবারের টেস্টে একেক রিপোর্ট আসে তার। একবার পজিটিভ, আবার নেগেটিভ। এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গতকাল রাতেই বিদেশি ওই নাগরিকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।


img

চালকের গলা কেটে ইজিবাইক নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রকাশিত :  ০৫:৩৩, ১৩ মে ২০২৪

নীলফামারীতে চালককে গলা কেটে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১২মে) রাত ১২টার দিকে নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সাফিয়ার রহমান (৫৫)। তিনি  নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে ইজিবাইকে উঠে দুর্বৃত্তরা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করে তারা। এ সময় চালক সাফিয়ার তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানির শব্দে আশেপাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগের রংপুর যাওয়ার রাত সাড়ে ১টার দিকে মারা যান তিনি।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম  বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।