img

করোনায় মৃতের সংখ্যায় এবার চীনকে ছাড়াল বাংলাদেশ

প্রকাশিত :  ১১:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২০

করোনায় মৃতের সংখ্যায় এবার চীনকে ছাড়াল বাংলাদেশ

জনমত ডেস্ক: করোনা শনাক্তে চীনকে ছাড়ানোর পর এবার এবার মৃতের সংখ্যায়ও ছাড়িয়ে গেল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে দেশে ৪ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত বছর ডিসেম্বরে যেখান থেকে এ ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই চীনে এ পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যুর সর্বশেষ এই তথ্য হালনাগাদ করলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বে বাংলাদেশ উঠে আসবে ২৮ তম স্থানে।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২।

এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭৫৯ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত এক দিনে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

চীনে প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর আসে।

গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২৬ আগস্ট দেশে শনাক্ত রোগী তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত

img

মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি জব্দ

প্রকাশিত :  ০৬:৩০, ১৯ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪৫, ১৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই পথে আসা ৫ টন উন্নত জাতে কফি পাউডার জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান, ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ড ভ্যানসহ কফিগুলো জব্দ করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় হয়।

জব্দ করা কফিগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে নৌপথে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দু’টি কাভার্ড ভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়৷ এ সময় স্থানীয়রা ধাওয়া করলে একটি কাভার্ড ভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ টন কফির পাউডারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চালক ও তার সহকারী কোনো বৈধ চালানের কপি দেখাতে পারেনি।

পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি পাউডার চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে কাভার্ডভ্যানে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জব্দ করা পাউডারগুলো কফির পাউডারই মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তার সহকারীকে আমাদের কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।