img

শর্ত সাপেক্ষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

প্রকাশিত :  ১৯:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট: ২১:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২০

শর্ত সাপেক্ষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

জনমত ডেস্ক: শর্ত সাপেক্ষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। ফলে আগামীকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন জানিয়েছেন, পূর্বের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে। এ ছাড়াও বাংলাদেশে সময় মত প্রবেশ করতে না পারা পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সাথে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

আমদানিকারকরা জানিয়েছেন, হিলি স্থল বন্দরের সীমান্তের ওপারে প্রায় দুই শতাধিক ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। কাল থেকে আটকে পড়া এই পেঁয়াজ দেশে আসতে পারে।

img

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে আজ

প্রকাশিত :  ১১:১৪, ১২ মে ২০২৪

আজ (১২ মে) রোববার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বোর্ড সভা আহ্বানকারী কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

একই সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

অন্যদিকে, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

আর বীকন ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।