img

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল পুঁজিবাজারের ২৮ প্রতিষ্ঠান

প্রকাশিত :  ১৩:৩৬, ১১ নভেম্বর ২০১৮

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল পুঁজিবাজারের ২৮ প্রতিষ্ঠান

জনমত প্রতিবেদক ।। বাংলাদেশ চার্টার্ড সেক্রেটারি অব ইনস্টিটিউটের (আইসিএসবি) পঞ্চম জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০১৭ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮টি প্রতিষ্ঠান। ১১টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

শনিবার (১০ নভেম্বর) রাজধানী হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম।

ব্যাংক খাতে পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক। আর্থিক খাত থেকে পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউসিং ফাইনান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।

বীমা খাতে পুরস্কার পেয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও ফিনিক্স ইন্স্যুরেন্স। ওষুধ খাতে পুরস্কার পেয়েছে একমি ল্যাবরেটরিজ ও ইবনে সিনা।

বস্ত্র খাতে পুরস্কার পেয়েছে মতিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল ও রিজেন্ট টেক্সটাইল। খাদ্য খাতে পুরস্কার পেয়েছে গোল্ডেন হারভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও জেমিনি সি ফুড।

টেলিকমিউনিকেশন খাতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও গ্রামীণফোন। প্রকৌশল খাতে পুরস্কার পেয়েছে সিঙ্গার বাংলাদেশ, বিবিএস কেবলস ও বিএসআরএম।

ম্যানুফ্যাকচারিং খাতে পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, আরএকে সিরামিক ও প্রিমিয়ার সিমেন্ট। সেবা খাতে পুরস্কার পেয়েছে ইস্টার্ন হাউজিং ও ইউনিক হোটেল। আর বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পুরস্কার পেয়েছে একমাত্র কোম্পানি সামিট পাওয়ার।

img

ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

প্রকাশিত :  ১৫:৫৫, ১৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৭:০৫, ১৮ এপ্রিল ২০২৪

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দশ দিনের ব্যবধানে ফের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৬৫ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এটাই সোনার সর্বোচ্চ দাম। এর আগে সবশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৮৮৪ টাকা। ভালো মানের সোনার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। সনাতন পদ্ধতির সোনার নতুন দাম হবে ৭৮ হাজার ৮০২ টাকা যা এতদিন ছিল ৮০  হাজার ১৯০ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ৮ এপ্রিল সোনার দাম ক‌মি‌য়ে‌ছিল বাজুস। যা ওইদিনই বিকেলে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ ৭টা পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৮০  হাজার ১৯০ টাকায় বিক্রি হয়।