img

৪ দিনে আওয়াামী লীগের আয় ১২ কোটিরও বেশি

প্রকাশিত :  ১৮:৩৩, ১২ নভেম্বর ২০১৮

৪ দিনে আওয়াামী লীগের আয় ১২ কোটিরও বেশি
জনমত রিপোর্ট ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে এরইমধ্যে গত ৪ \r\nদিনে নৌকা প্রতীকে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৪ হাজার ২৩ জন। 
\r\n
\r\nসোমবার রাতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল \r\nআলম হানিফ জানান, এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয় করেছে প্রায় ১২ কোটি ৬ লাখ \r\n৯০ হাজার টাকা। 
\r\n
\r\nনির্বাচনের প্রথম তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার (৯ নভেম্বর) থেকে \r\nধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় হতে মনোনয়ন ফরম \r\nবিক্রি শুরু হয়।  
\r\n
\r\nটানা গত ৪ দিন ধরে ৮ বিভাগের জন্যে পৃথক ৮ টি বুথ থেকে সর্বমোট ৪ হাজার ২৩ জন মনোনয়ন সংগ্রহ করছেন। 
\r\n
\r\nমনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে মঙ্গলবারও মনোনয়ন জমা নেয়া হবে। 
\r\n
\r\nশেষ দিনে ঢাকা বিভাগের ৯০ টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগে \r\n২৯ টি, ময়মনসিংহ বিভাগে ১৮ টি, রংপুর বিভাগে ২৬ টি, সিলেটে ৭টি, বরিশালে ৩০\r\n টি,  চট্টগ্রামে ৮৬টি ও খুলনায় ৪৬টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।
\r\n
\r\nসোমবার রাতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল \r\nআলম হানিফ বলেছেন, ‘ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে \r\nনেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। অবাধ, \r\nসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের দাবির \r\nপরিপ্রেক্ষিতে তফসিলও পেছানো হয়েছে।’  
img

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

প্রকাশিত :  ১০:৩৮, ১৮ এপ্রিল ২০২৪

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর একটার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে- বনশ্রী সি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।

প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সোয়া ১টায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।