img

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ১৩,৯৭২

প্রকাশিত :  ১৯:২৫, ১২ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট: ১৯:২৯, ১২ অক্টোবর ২০২০

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ১৩,৯৭২

জনমত ডেস্ক : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) করোনায় নতুন করে ১৩,৯৭২ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ১০০০ বেশি। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৫০ জনের। গতকাল রবিবার ছিলো ৬৫ জন, শনিবার ছিলো ৮১ জন, শুক্রবার ছিলো ৮৭ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৮৭৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৯৭২ জন। গতকাল রবিবার ছিলো ১২,৮৭২ জন, শনিবার ছিলো ১৫,১৬৬ জন, শুক্রবার ছিলো ১৩,৮৬৪ জন, বৃহস্পতিবার ছিলো ১৭,৫৪০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ৬৮৮ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, ওয়েলসে ৪ জন, উত্তর আয়ারল্যান্ডে ৩ জন, স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।


img

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।