img

কমলগঞ্জে বাগানের টিলায় ধর্ষণের শিকার কিশোরী

প্রকাশিত :  ১৭:৩৮, ২৭ অক্টোবর ২০২০

কমলগঞ্জে বাগানের টিলায় ধর্ষণের শিকার কিশোরী

জনমত ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরী বাড়ি ফেরার সময় তাতে তুলে নিয়ে বাগানের টিলার একটি ঘরে মধ্যে বেঁধে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বাঁধা অবস্থায় ওই কিশোরীকে (১৭) এলাকাবাসী টিলার ওই ঘর থেকে উদ্ধার করেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজকান্দি এলাকার আনু মিয়ার পরিত্যক্ত পাহাড়ি টিলার একটি ঘরে মেয়েটি রয়েছে বলে জানতে পারে। তখন স্থানীয় লোকজনসহ পরিবারে সদস্যরা ধর্ষণের শিকার মেয়েটিকে বাঁধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ এই ধর্ষণের অভিযুক্ত জুবায়েদ আলী শাকিলকে (২৫) আটকের চেষ্টা চালাচ্ছে। নির্যাতিত কিশোরী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের এক কিশোরী (১৭) চাচার বাড়ি থেকে ফেরার পথে পার্শ্ববর্তী রাজকান্দি গ্রামের বশির উল্ল্যার পুত্র জুবায়েদ আলী শাকিল (২৫) রাস্তা গতিরোধ করে। এসময় শাকিল তাকে তুলে নিয়ে পাহাড়ি টিলার উপর পরিত্যক্ত একটি ঘরে রশি দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করে। ওই কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে রাতে খুঁজতে থাকেন। মঙ্গলবার সকালে রাজকান্দি এলাকার আনু মিয়ার পরিত্যক্ত পাহাড়ি টিলার ঘরে মেয়েটি রয়েছে বলে জানতে পেরে, স্থানীয় লোকজনসহ পরিবারে সদস্যরা ওই কিশোরীকে বাঁধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এলাকাবাসীর আসার খবর পেয়ে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাসসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই কিশোরীকে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা ৫০ শষ্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত জুবায়েদ আলী শাকিলকে (২৫) আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী বলেন, ঘরে বাঁধা অবস্থায় নির্যাতিত মেয়েটিকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পরিবারে লোকজন উদ্ধার করেন।

কমলগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষয়টি স্পর্শকাতর। তাই ভালো চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জুবায়েদ আলী শাকিলের (২৫) পিতার সাথে কথা বলার চেষ্টা করলে মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে ভর্তি মেয়েটির বক্তব্য শুনেছি। আসামীকে গ্রেফতার করা চেষ্টা চলছে।

img

হবিগঞ্জে হাওর থেকে স্কুল শিক্ষিকা রুপা দাশের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১১:৩৩, ১৪ মে ২০২৪

হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল লাখাইয়ের হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপা দাশ (৪০) নামের ওই শিক্ষক ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুপা দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুপা দাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। তার কাছে বিষের দুটি বোতলও পাওয়া গেছে। একটি খালি এবং অপরটিতে বিষ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।