img

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সিনেটর সারাহ

প্রকাশিত :  ১২:৫২, ০৪ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সিনেটর সারাহ

জনমত ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের  কোনও প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ী ওই ডেমোক্র্যাটিক প্রার্থীর নাম সারাহ ম্যাকব্রাইড। ডেলাওয়ারের আসন থেকে রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে প্রথম সিনেট ডিস্ট্রিক্টে নির্বাচিত হন ট্রান্সজেন্ডার সারাহ। 

বার্তা সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাহ হিউম্যান রাইটস ক্যাম্পেইনের জাতীয় প্রেস সেক্রেটারি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস হয়ে থাকবে। তিনি এখন দেশটির সর্বোচ্চ সম্মানধারী ট্রান্সজেন্ডার হতে চলেছেন। 

গত ৪৪ বছর ধরে ওই আসনটি ধরে রেখেছিলেন তুখোড় ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যানডোয়েল। এবার নিজে থেকে সরে গিয়ে সারাহ ম্যাকব্রাইডকে সুযোগ করে দেন হ্যারিস। ডেলাওয়ারের প্রথম সিনেট ডিস্ট্রিক্ট এলাকায় পড়েছে বেলেফোন্তে, ক্লেমন্ট ও অঙ্গরাজ্যের বৃহত্তম শহর উইলমিংটনের কিছু অংশ। 

২০১৬ সালে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েছিলেন সারাহ। প্রথম ঘোষিত কোনও রূপান্তরকামী হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোনও রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকারের ঘোষিত ট্রান্সজেন্ডার আইনপ্রণেতা রয়েছেন ৪ জন। তারা হলেন- ভার্জিনিয়ার দেল ড্যানিকা রোয়েম, কলোরাডোর ব্রিয়ানা টিটোনে, নিউ হ্যাম্পশায়ারের লিসা বাঙ্কের ও গ্যারি ক্যানন।

এদিকে সারাহ’র এই বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেশটির হিউমেন রাইটস ক্যাম্পেইনের প্রেসিডেন্ট আলফনসো ডেভিড এক বিবৃতিতে বলেছেন, ‘আজ রাতে সারাহ কেবল নিজের জন্য ইতিহাস গড়েননি। আমাদের পুরো সম্প্রদায়ের জন্য ইতিহাস গড়েছেন। এই বিজয় তার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি। মানুষের যোগ্যতা লৈঙ্গিক পরিচয়ের ঊর্ধ্বে, সারাহ এটি প্রমাণ করেছেন।’

img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।