প্রকাশিত : ০৫:৩৯, ১৮ নভেম্বর ২০২০
স্পোর্টস ডেস্ক: করাচি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পর্দা নামলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ফাইনালে লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে করাচি কিংস। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে।
জমজমাট এই আসরে চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার ছাড়াও আকর্ষনীয় অনেক ব্যক্তিগত পুরস্কারও ছিল। কোন ক্যাটাগরিতে কে সেরা হয়েছেন এক নজর দেখে নেওয়া যাক!
ম্যান অব দ্য ম্যাচ
ফাইনালে ৪৯ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হন করাচি কিংসের বাবর আজম।
ম্যান অব দ্য টুর্নামেন্ট
টুর্নামেন্টে ১২ ম্যাচে ৪৭৩ রান করে সিরিজ সেরা হয়েছেন বাবর আজম।
সেরা ব্যাটসম্যান
১২ ম্যাচে ৪৭৩ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন বাবর আজমই।
সেরা বোলার
১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি।
সেরা উইকেট-রক্ষক
পিএসএলের সেরা উইকেট-রক্ষক নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের বেন ডাঙ্ক।
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
মুলতান সুলতানস পেয়েছে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড।