img

শাহজালালে দুবাইফেরত যাত্রীর কাছে মিলল ৬০ সোনার বার

প্রকাশিত :  ০৭:০২, ১৮ নভেম্বর ২০২০

শাহজালালে দুবাইফেরত যাত্রীর কাছে মিলল ৬০ সোনার বার

জনমত ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে কাস্টম  হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এগুলো আটক করে। উদ্ধার সোনার ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহফুজুর রহমান। বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়। 

তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। সকালে দুবাই থেকে আসা EK-582 ফ্লাইটে যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে এ কটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

img

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা যাবে কুরবানির আগেই : রাষ্ট্রদূত

প্রকাশিত :  ১১:১০, ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত এইচ ই মি. পাওলো ফার্নান্দো ডিয়াজ পেরেজ জানিয়েছেন, সরকার অনুমতি দিলে কুরবানির ঈদের আগেই ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক কারেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত \'ডিক্যাব টক\' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের খামারগুলো রপ্তানির লক্ষ্যে প্রচুর পরিমাণ পশু প্রস্তুত করেছে। দীর্ঘদিন থেকে ব্রাজিল সারা বিশ্বে গোমাংস রপ্তানি করে আসছে। এর আগে বাংলাদেশে মাংস রপ্তানির আগ্ৰহ দেখিয়েছিল। কিন্তু বাংলাদেশে জীবন্ত পশুর বিশাল চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে আগামী জুনের ভেতর জীবন্তু গরু আনা সম্ভব।

রাষ্ট্রদূত পেরেজ বলেন, বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে দীর্ঘদিন থেকে দ্বিপাক্ষিক চমৎকার সম্পর্ক রয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সরকার কাজ করছে।

বাংলাদেশ থেকে ব্রাজিলে পাট রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য নেওয়ার আগ্ৰহ প্রকাশ করেছে ব্রাজিলের ব্যবসায়ীরা। আশা করি খুব দ্রুত এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারব।