img

বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ৫৪ হাজার, আক্রান্ত ৫ কোটি ৬৬ লাখ

প্রকাশিত :  ০৭:১৪, ১৯ নভেম্বর ২০২০

বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ৫৪ হাজার, আক্রান্ত ৫ কোটি ৬৬ লাখ

জনমত ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে প্রায় ১১ হাজার মানুষ।

করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ৯৬৯ জনের প্রাণ গেছে। এর মধ্য দিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে।

একদিনে সারাবিশ্বে আক্রান্ত ৬ লাখ ১১ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৭৩ হাজার আক্রান্তের মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুবরণ করেছে এক হাজার ৯৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।

ভারতে মোট আক্রান্ত ৮৯ লাখেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৩১ হাজারের বেশি। ইটালিতে একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৭শ ৫৩ জনের। যা নতুন করে সংক্রমণ শুরু হবার পর সর্বোচ্চ।

যদিও এর চেয়ে আশঙ্কার খবর জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তাদের দাবি, সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড আর খালি নেই ইটালিতে। একই অবস্থা সুইজারল্যান্ডেও।

ইটালির মতো সংক্রমণ বেড়েছে ইউরোপের অপর দেশ ফ্রান্সেও। সেখানেও একদিনে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো প্রায় পূর্ণ বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

img

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।