img

বাইডেনের মন্ত্রিসভায় ‘থাকতে পারেন’ দুই বাঙালি

প্রকাশিত :  ১০:৩৭, ১৯ নভেম্বর ২০২০

বাইডেনের মন্ত্রিসভায় ‘থাকতে পারেন’ দুই বাঙালি

আন্তর্জাতিক ডেস্ক: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী অরুণ মজুমদারকে বাইডেনের মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। তাকে জ্বালানিমন্ত্রী করা হতে পারে বলে এ বিষয়ে জ্ঞাত দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন।

আইআইটি বোম্বের এই সাবেক শিক্ষার্থী এর আগে বারাক ওবামার আমলেও আন্ডারসেক্রেটারি অফ এনার্জি হিসেবে দায়িত্ব সামলেছেন। অরুণের পাশাপাশি বিবেক মূর্তি নামের আরেকজন মন্ত্রিসভায় ঢুকে যেতে পারেন।

জ্বালানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জো বাইডেনের অন্যতম পরামর্শদাতা ছিলেন অরুণ। বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জি, ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন এবং নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের উন্নয়নে গঠিত বিশেষ রিভিউ টিমে অন্যতম স্বেচ্ছাসেবক পরামর্শদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ভারতীয় বংশোদ্ভূত অরুণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ওবামা প্রশাসনে কাজ করার পর গুগলে ভাইস প্রেসিডেন্ট (এনার্জি) হিসেবে যোগ দেন। এর পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় নাম লেখান।

থার্মোইলেক্ট্রিক ম্যাটেরিয়ালস, হিট অ্যান্ড মাস ট্রান্সফার, থার্মাল ম্যানেজমেন্ট, ওয়েস্ট হিট রিকভারির মতো বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন অরুণ মজুমদার। গুগলের সঙ্গে যুক্ত থাকার সময় এনার্জি টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের কৃতিত্ব রয়েছে তার।

অরুণের পাশাপাশি জো বাইডেনের কেবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিবেক মূর্তি নিয়োগ পেতে পারেন।

img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।