img

নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিন পালন

প্রকাশিত :  ০৬:১৮, ২১ নভেম্বর ২০২০

নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিন পালন

জনমত ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে উৎসবের আমেজে কেক কেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি পারভেজ সাজ্জাদ।

অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিও সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক সম্পাদক আবদুল বাতিন, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ-সাধারন সম্পাদক খলকুর রহমানের পরিচালনায় এ আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, লিটন খান, আমজাদ হোসেন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ব্রুকলিন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, কোকো পরিষদ সভাপতি শাহাদাত হোসেন রাজু,জাতীয়তাবাদি ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর খান ডিউক, মাহবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরি, বাচ্চ ুমিয়া, কামরুজ্জামান, তারেক জামান, জাসাস সিটি কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি বদরুল হক আজাদ, খুরশেদ আলম, মতিউর রহমান লিটু,এম আজিজ হিরু, শোয়েব আহমেদ, মুক্তাদির আহমেদ, যুগ্ন সম্পাদক আহসানুল্লাহ মামুন,আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ হানিফ, ছাত্রবিষয়ক সম্পাদক সফিক আহমেদ,,সাধারন সম্পাদক আহসানুল্লাহ মামুন,আবদুর রহিম বাহার, আবদুল্লাহ আলমামুন(সবুজ), ইসমাঈল হোসেন, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল সোহাগ, আল মামুন, মশিউর রুবেল, রিয়াদ হোসেন, আবদুর রহিম, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ফারুক, আতিকুল্লাহ, মিরসরাই জাতীয়তাবাদি ফোরাম সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম,সিনিয়র সহসভাপতি মাঈনউদ্দিন, যুগ্ন সম্পাদক ইমাম হোসেন, আশিকুর মান্নান খান, ইসমাঈল হোসেন, অনিক, তাজুল ইসলাম, সোলেমান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার বলেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রে দেশের মানুষ অতিষ্ট। আর বেশী সময় নেই বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠা দুর্বার আন্দোলনে এদের পতন হবে। তাই জন্মদিনে সবাইকে শপথ নিতে হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাব। বিশেষ অতিথি এম এ বাতিন বলেন, জাতির এক ক্রান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল এবং বিএনপি ক্ষমতাসীন হয়েছিল। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। আর এখন স্বৈরচারি সরকার আওয়ামী লীগের হাতে কোন মানুষ নিরাপদ নয়।

অপর বিশেষ অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, দেশের মানুষ এই সরকারের হাতে কোনভাবে নিরাপদ নয়। খুন, গুম, লুটপাট এদের নৈত্য নৈমিত্তিক ঘটনা। যত দ্রুত এদের ক্ষমতাচ্যুত করা যায় ততই জাতির মঙ্গল। আয়োজক সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিসহ দেশের মানুষ স্বৈরচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদেরকে জনগন আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায়না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জম্মদিনে সবাইকে এক হয়ে কাজ করার সংকল্প গ্রহণ করতে হবে।

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশি কর্মীদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৩:২২, ২৬ এপ্রিল ২০২৪

জনমত ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

২৫ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) আয়োজিত বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলী এমপির সভাপতিত্ব এ সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বব ব্ল্যাকম্যান এমপি এবং এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া বক্তব্য রাখেন। 

প্রতিমন্ত্রী বলেন,  \"বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিসহ সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের চলমান মঙ্গল এবং কল্যাণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।\"

তিনি আরও বলেন, \"বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।\" তিনি উল্লেখ করেন যে, \"বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে।\"

তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, \"যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী রেস্তোরাঁগুলি বর্তমানে সুদক্ষ কর্মীদের অভাবের সম্মুখীন হচ্ছে। যুক্তরাজ্য সরকার ন্যূনতম বার্ষিক বেতন  ৩৮০০ পাউন্ডে উন্নীত করায়, অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষেই এই পরিমাণ বেতন দিয়ে কর্মি রাখা প্রায় অসম্ভব।\"


প্রতিমন্ত্রী শফিকুর রহমান হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, \"বাংলাদেশ দক্ষ নির্মাণ শ্রমিক এবং খামার শ্রমিক দিতে পারে যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁ কর্মী, চিকিৎসক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।\"

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, \"বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কাজের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।\"

তিনি উল্লেখ করেন যে, \"গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ করা হয়েছে। উপরন্তু, বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগও শুরু হয়েছে।\'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের উচ্চপদস্থ সংসদীয় কর্মকর্তা এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। 

এর আগে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

একই দিনে মন্ত্রী শফিকুর পূর্ব লন্ডনে ইউকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক সভায়ও যোগ দেন।

কমিউনিটি এর আরও খবর