নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত :  ১১:৫০, ০১ ডিসেম্বর ২০২০

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জনমত ডেস্ক : নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মশিউর রহমান (২৪) ও তছির উদ্দিন (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালের এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

জানা গেছে- নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে মশিউর রহমান মঙ্গলবার সকাল ১০টার দিকে পাওয়ারটিলারের ট্রলিতে খড় বোঝাই করে মোহোনপুর নিয়ে যাওয়ার সময় মান্দার সাবাইহাট এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ট্রলিতে থাকা আরও ২ জন আহত হয়। 

এদিকে, সোমবার বিকেল ৫টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তছির উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত তছির উদ্দিন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মৃত ছানু মন্ডলের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোলে ৬ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক

প্রকাশিত :  ০৯:৫৭, ২৯ মার্চ ২০২৪

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৯ মার্চ) ভোরে সীমান্তের পুটখালি মসজিদবাড়ি বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তির নাম মনোর উদ্দিন (৩১)। মনোর উদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামে দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ একটি স্বর্ণের চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ইজিবাইক আরোহীকে গতিরোধ করা হয়। এ সময় ইজিবাইক ও তার দেহ তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।

ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার পায়ুপথে ছয় পিচ স্বর্ণের বার আছে। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে স্ক্যানিং করলে তার সত্যতা পাওয়া যায়। এবং স্বর্ণের বার গুলো উদ্ধার করে তাকে আটক করা হয়। এছাড়া উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে তারা জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, জব্দ করা স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।