প্রকাশিত : ০০:২৪, ১১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট: ০০:৫২, ১১ ডিসেম্বর ২০২০
BREAKTHROUGH
Memoir of a British-trained Bangladeshi
(A true story of overcoming prejudice and finding love)
By SUHAIL AZIZ
Published by The Book Guild Ltd.
প্রথম জীবনের আত্মকাহিনী, পরিচিতি, পরিবারবর্গ, পাঠ্যজীবনের স্মৃতিকথা লেখার পর, পাকিস্তান নেভীতে ক্যাডেট হয়ে এবং পরে বৃটেনের নেভেল ট্রেনিং কলেজ, ডারটমাউথ, ইংল্যান্ডে যোগ দেয়া, ১৯৫৮ সালে সাব-ল্যাফটেনেন্ট হিসেবে কমিশন পাওয়া এবং ১৯৬৮ সালে রয়েল এয়ার ফোর্সে ফ্লাইং অফিসারের দায়িত্ব থেকে শুরু হয় উনার আসল কর্ম জীবন। আরও অধ্যয়ন, ট্রেনিং, প্রশংসাভাজনদের সাথে যোগাযোগের মাধ্যমে লেখকের উচ্চাভিলাষের দরজা খুলতে থাকে এবং তিনি উন্নতি ও প্রসিদ্ধির পথে এগুতে থাকেন। উচ্চতরো পেশা জীবনে নানা সমস্যা ও প্রতিকূল অবস্থা কাটিয়ে পথ চলার কথা পড়ে পাঠকমাত্রই অবাক হতে বাধ্য। ঘাটে ঘাটে সাদা কালো ও জাতিগত বৈষম্যের প্রতিবন্ধকতা কাটিয়ে সিভিল সার্ভিসের উচ্চস্তরে উঠার এ এক বিরল কাহিনী।