মেসি-রোনালদোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

প্রকাশিত :  ১১:৪৪, ১৮ ডিসেম্বর ২০২০

মেসি-রোনালদোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

স্পোর্টস ডেস্ক: সময়ের সেরা দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছেনে ফেলে ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কুড়ালেন রবার্ট লেভানদোস্কি।

বৃহস্পতিবার রাতে জুরিখে এ পুরস্কার ঘোষণা করা হয়। এবারের তিনজনের  চূড়ান্ত তালিকায় ছিলেন মোট ১১বারের  ব্যালন ডি অর পুরস্কার জয়ী দুই তারকা লিওনেল মেসি (৬) ও ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ফিফা বেস্ট পুরস্কার কুড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে অনলাইন ব্যালটে গৃহীত ফিফার সদস্য জাতীয় দলগুলোর কোচ ও অধিনায়কের ভোটে এবার বাজিমাত করলেন পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি। গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন তিনি। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে নেন ট্রেবল শিরোপার স্বাদ।

ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব পেয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা লুসি ব্রোঞ্জ।

এবারের বর্ষসেরা কোচের খেতাব পেয়েছেন লিভারপুলের জার্মান কুশীলব ইয়ুর্গেন ক্লপ। আর বায়ার্ন মিউনিখের জার্মান তারকা ম্যানুয়েল নয়্যার কুড়িয়েছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।। 

কবে অবসর নেবেন জানালেন মেসি

প্রকাশিত :  ০৯:০৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:১১, ২৮ মার্চ ২০২৪

ক্যারিয়ারের শেষ প্রান্তে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুনে ৩৭ বছর পার করবেন এই ফুটবল জাদুকর। এই বয়সেও খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ২০২২ বিশ্বকাপ জেতার পর সবাই ধরেই নিয়েছিলেন অবসরে যাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে তিনি জানান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আরও খেলে যেতে চান। তবুও মেসি কবে অবসর নেবেন সেই প্রশ্ন উঠছে নিয়মিত। 

সম্প্রতি এমবিসির ‘বিগ টাইম পডকাস্টে’ মেসি কথা বলেছেন। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। যখন ফুটবলকে তার আর দেওয়ার কিছু থাকবে না, তখনই ইতি টানবেন ক্যারিয়ারের। অবসর প্রসঙ্গে এমনটিই ভাবছেন মেসি। 

তিনি বলেন, ‘সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেব।’

মেসি বলেন, ‘আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কীভাবে করতে হয়।’

ফুটবলের প্রায় সব কিছুই নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন। আন্তর্জাতিক শিরোপা থেকে ক্লাব ক্যারিয়ার সব কিছুতেই উজ্জ্বল তিনি। ২০২২ সালে নিজের ক্যারিয়ারের একমাত্র এবং দেশের তৃতীয় বিশ্বকাপ জিতে মেসি। তবে কাতার বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতেন বলে জানিয়েছেন মেসি। 

তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলত, তা হলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম।’

এই ফুটবল জাদুকর বলেন, খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সবকিছু অর্জনের, স্বপ্নপূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।