img

দেশে কোনো জামায়াত নেই : কাদের সিদ্দিকী

প্রকাশিত :  ১৬:৫৩, ২৯ নভেম্বর ২০১৮

দেশে কোনো জামায়াত নেই : কাদের সিদ্দিকী

জনমত ডেস্ক ।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেয়া হয়েছে।

কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীকও পাচ্ছেন না। ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা।

জামায়াতের প্রার্থী জোটের প্রধান শরিক দল বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচনে জন্য তাকে মনোনয়নও দেয়া হয়েছে।

এ বিষয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোনোজামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এ দেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে।

বঙ্গবীর বলেন, তারপরও যদি বলেন, আমি আপনার সঙ্গেএকমত হবযে, জামায়াত না থাকলেও জামায়াতিরা আছে। আমি যখন একটা ট্রেনে উঠব, তখন সে ট্রেনে টিকিট করে যে কেউ উঠতে পারে। আমার কোনোঅধিকার নেই যে, আমি সেই ট্রেনে তাকে নেবকি নেবনা। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোনোসুযোগ নেই।

img

মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি জব্দ

প্রকাশিত :  ০৬:৩০, ১৯ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪৫, ১৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই পথে আসা ৫ টন উন্নত জাতে কফি পাউডার জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান, ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ড ভ্যানসহ কফিগুলো জব্দ করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় হয়।

জব্দ করা কফিগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে নৌপথে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দু’টি কাভার্ড ভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়৷ এ সময় স্থানীয়রা ধাওয়া করলে একটি কাভার্ড ভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ টন কফির পাউডারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চালক ও তার সহকারী কোনো বৈধ চালানের কপি দেখাতে পারেনি।

পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি পাউডার চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে কাভার্ডভ্যানে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জব্দ করা পাউডারগুলো কফির পাউডারই মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তার সহকারীকে আমাদের কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।