img

মুম্বইয়ের নাইট ক্লাব থেকে সুরেশ রায়না, সুসান খান-সহ ৩৪ জন গ্রেফতার

প্রকাশিত :  ০৯:১৯, ২২ ডিসেম্বর ২০২০

মুম্বইয়ের নাইট ক্লাব থেকে সুরেশ রায়না, সুসান খান-সহ ৩৪ জন গ্রেফতার

জনমত ডেস্ক : নতুন সমস্যায় জড়িয়ে গেলেন সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারির সময় নাইট কার্ফু উলঙ্ঘনের অভিযোগ।

মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে সোমবার গভীর রাতে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকেই মোট ৩৪ জনকে গ্রফতার করে পুলিশ। যাঁদের মধ্যে রায়না ছাড়াও রয়েছেন গায়ক গুরু রানধাওয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের মতো সেলেবরা। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

শোনা যাচ্ছে গায়ক বাদশাও সেখানে উপস্থিত ছিলেন। তবে পুলিশ হানা দেওয়ার সময় তিনি পিছনের জরজা দিয়ে বেরিয়ে যান।

আন্ধেরির জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এই নাইট ক্লাবে রাত ২টো ৩০ মিনিট নাগাদ হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে ৭ জন ক্লাব কর্মী-সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারা ছাড়াও বম্বে পুলিশ আইন ও মহামারি আইনে এফআইআর দায়ের করা হয়ে ধৃতদের বিরুদ্ধে।

নির্ধারিত সময়ের পরেও পানশালা খুলে রাখার জন্যই পুলিশ হানা দেয় ওই নাইট ক্লাবে। ব্রিটেনে নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় মহারাষ্ট্র সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্পোরেশন এলাকায় নাইট কার্ফু জারি করে। বিশেষ করে বিমানবন্দর সংলগ্ন এলাকায় করোনা বিধি নিয়ে কোনও ঢিলেমি বরদাস্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

img

বিশ্বকাপে খেলতে পারবো কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না: তাসকিন

প্রকাশিত :  ১২:২০, ১২ মে ২০২৪

আজ সকালেই জানা গিয়েছিল পাঁজরের চোটে পড়েছেন তাসকিন আহমেদ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি টাইগার এই পেসার। বিশ্বকাপের আগমুহূর্তে এমন খবরে যেন শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তারকা এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচে) বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।’  

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে টাইগার এই পেসার বলেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’