img

সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ

প্রকাশিত :  ০৭:৪৮, ২৩ ডিসেম্বর ২০২০

সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ

জনমত ডেস্ক : বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডমান। সম্প্রতি বিক্রি হয়েছে তার অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ। যা বিক্রি হয় সাড়ে ৪ লাখ ডলারে। ক্যাপটি কিনেছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।

এর মধ্য দিয়ে ব্র্যাডম্যানের এই ক্যাপটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক হিসেবে বিক্রি হলো। সবচেয়ে বেশি দামে ক্রিকেট স্মারক বিক্রিতে এগিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

এই বছরের শুরুতে ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপটি বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় নিলামে পাওয়া ঐ অর্থের পুরোটাই দান করেছিলেন ওয়ার্ন।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ কেনার আগে এই বছরের শুরুতে চমক দেখিয়েছিলেন ফ্রিডম্যান। নিলামে নির্ভানার গিটারিস্ট ও ভোকাল কার্ট কোবেইনের গিটার ৯০ লাখ ডলারে কিনেছিলেন তিনি। ব্র্যাডম্যানের ক্যাপটি অস্ট্রেলিয়া জুড়ে প্রর্দশনের পরিকল্পনা রয়েছে ফ্রিডম্যানের।

নিলামে ব্যাগি গ্রিন ক্যাপ পেয়ে ফ্রিডম্যান বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যান ক্রিকেটের কিংবদিন্ত। তিনি কেবলমাত্র ক্রীড়া ক্ষেত্রে আমাদের অন্যতম বড় প্রতিভাই নন। বরং সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ, অস্ট্রেলিয়ার বড় আইকন।’

এবারের আগে ২০০৩ সালে ব্র্যাডম্যানের ১৯৪৮ অ্যাশেজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে।

img

৩ উইকেট নেওয়ার পরদিনই না ফেরার দেশে ক্রিকেটার

প্রকাশিত :  ১০:৪৬, ০৪ মে ২০২৪

আগের দিন বুধবার বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছিলেন ২০ বছর বয়সি ইংলিশ ক্রিকেটার জশ বেকার। কিন্তু পর‌দিনই তার সতীর্থদের শুনতে হলো এ তরুণ ক্রিকেটারের মৃত্যু সংবাদ।

জশ বেকার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে বল হাতে ২২ গজ মাতিয়েছিলেন। ২০২১ সালে বয়সভিত্তিক দলের হয়ে দেশের জার্সিতে দুটি ওয়ানডেও খেলেন তিনি। বেঁচে থাকলে আগামী ১৬ মে ২১তম জন্মদিন পালন করতেন বেকার।

গত বুধবার কাউন্টি ক্রিকেটের সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে শিকার করেন ৩ উইকেট। বৃহস্পতিবার বেকারের প্রথম শ্রেণির দল উস্টারশায়ার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।  তবে কীভাবে বেকারের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি তারা।

ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা যায়, বেকারের মৃত্যুতে উস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলি জাইলস এক বিবৃতিতে বলেন, জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ দলে একজন সতীর্থের চেয়েও বেশি কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। আমরা তাকে মিস করব। জশের পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া বেকার ৪৭টি ম্যাচ খেলে ৭০ উইকেট শিকার করেন।  গত বছর উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তিও করেন বেকার।