img

ইসরাইলে আঘাত হানতে পারে ভয়াবহ ভূমিকম্প

প্রকাশিত :  ০৯:৩১, ০২ জানুয়ারী ২০২১

ইসরাইলে আঘাত হানতে পারে ভয়াবহ ভূমিকম্প

জনমত ডেস্ক : ইসরাইল এবং দেশটির আশপাশ এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে বলে দেশটির বিশেষজ্ঞরা দাবি করেছেন।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন। খবর জেরুজালেম পোস্টের।

এতে বলা হয়, ভয়বহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম (আইসডিপি) এবং সায়েন্স এডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

২০১০ সালে মৃত সাগরে খনন কাজ চালায় ওই গবেষক দল। এ সময় তারা সমূদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে দুই লাখ ২০ হাজার বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন।

বিশেষজ্ঞ দলের প্রধান তেলআবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূ-বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসার স্যামুয়েল মারকো বলেন,  এ অঞ্চলে ১৩০ থেকে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ হিসেবে বড় একটি ভূমিকম্প খুব শিগগিরই ইসরাইল ও আশপাশ এলাকায় আঘাত হানতে পারে বলে তাদের গবেষণায় উঠে আসে।

img

মোবাইল ইন্টারনেটের গতিতে ৬ ধাপ পেছালো বাংলাদেশ

প্রকাশিত :  ১৩:২৬, ২৫ এপ্রিল ২০২৪

মোবাইল ইন্টারনেটের গতিতে বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সবশেষ মার্চ মাসে বাংলাদেশের অবস্থান ১১২তম। এর আগের মাস অর্থাৎ, ফেব্রুয়ারিতে এ তালিকায় দেশের অবস্থান ছিল ১০৬তম। একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটেও এক ধাপ পিছিয়ে ১০৭তম থেকে ১০৮-এ নেমে গেছে বাংলাদেশ।

অন্যদিকে, প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে ১৬তম অবস্থানে রয়েছে। এই ইন্টারনেট সেবায় মিয়ানমার, জিম্বাবুয়ে, ইরাক ও নাইজেরিয়ার মতো দেশগুলো বাংলাদেশের ওপরে অবস্থান করছে।

সূচক অনুসারে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। পাশপাশি আপলোডের স্পিড ছিল ১১ দশমিক ৫৩ এমবিপিএস। এছাড়া ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ছিল ৪৪ দশমিক ২৫ এমবিপিএস। যেখানে প্রতিবেশী দেশ ভারতে ডাউনলোডের গড় গতি ১০৫.৮৫ এমবিপিএস।

মধ্যপ্রাচ্যের তিন দেশ মোবাইল ইন্টারনেট গতি সূচকে শীর্ষে অবস্থান করছে। ৩১৩.৩০ এমবিপিএস গতি নিয়ে কাতার ১ নম্বরে, ২৯৬ এমবিপিএস গতি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ২ নম্বরে এবং ২২৮.৬৪ এমবিপিএস গতি নিয়ে কুয়েত তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।