img

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ট্রাম্পকন্যার টুইট

প্রকাশিত :  ১৭:২৩, ০৭ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১৭:২৮, ০৭ জানুয়ারী ২০২১

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ট্রাম্পকন্যার টুইট

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্প সমর্থক বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে একটি টুইট করেন ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প। এরপরইএরপরই মুছে ফেললেন টুইটটি। তারপর থেকেই সমালোচনার মুখোমুখি হন ইভানাকা ট্রাম্প।

ট্রাম্প কন্যা তার টুইটে বলেন, আমেরিকান দেশপ্রেমিকরা যারা মার্কিন ক্যাপিটল ভবনে বিদ্রোহ করছেন তাদের শান্তিতে থাকার আহ্বান করছি। টুইটারে টুইট করার পর খুব দ্রুত মুছে ফেলেন তিনি।

মার্কিন গণতন্ত্রের আসনে বিক্ষোভকারীরা হামলা চালানোর সময় পাঠানো মুছে ফেলা টুইটটিতে রাষ্ট্রপতির বড় মেয়ে এবং উপদেষ্টা বলেন, "আমেরিকান দেশপ্রেমিক - আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে কোনও সুরক্ষা লঙ্ঘন বা অসম্মান গ্রহণযোগ্য নয়। সহিংসতা অবিলম্বে বন্ধ করা উচিত। দয়া করে শান্তিতে থাকুন। "

টুইটে তিনি বিক্ষোভকারীদের তাদের বিক্ষোভ ত্যাগ করতে বা মার্কিন ক্যাপিটাল ভবনের অবরোধ বন্ধ করতে বলেননি। বিক্ষোভকারীদের বর্ণনা দেওয়ার জন্য তার "দেশপ্রেমিক" শব্দটি ব্যবহার সম্পর্কে অনলাইনে তিনি প্রশ্নবিদ্ধ হন। তার মূল টুইট মুছে ফেলার পরও অনলাইনে তার সেগুলোর স্ক্রিনশট থেকে যায় এবং জনগণ তাদের প্রতিক্রিয়া জানান।

এর পর থেকে ইভানকা ট্রাম্প কোনও টুইট করেননি।অবরোধ করা ক্যাপিটাল ভবনের ভিতরে থেকে সাংবাদিক জ্যাক শেরম্যান ট্রাম্পের "দেশপ্রেমিক" শব্দটি ব্যবহারের নিন্দা করেছিলেন। তিনি বলেন সহিংসতা অগ্রহণযোগ্য এবং কঠোর ভাষায় এর নিন্দা জানাতে হবে।

আমেরিকার স্বদেশ সুরক্ষা বিভাগের প্রাক্তন বিশেষ পরামর্শদাতা এরিক কলম্বাস ইভানকা এবং ডোনাল্ড ট্রাম্পকে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। টুইট অপসারণের বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন আসলেই এটি অনুচিত হয়েছে। দ্যা গার্ডিয়ান।

img

মিসড কলেই গায়েব হতে পারে ব্যাংকের টাকা

প্রকাশিত :  ১১:২৪, ১৮ এপ্রিল ২০২৪

মিসড কলেই গায়েব হতে পারে ব্যাংকের টাকা। নানাধর্মী অনলাইন স্ক্যামারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এতদিন আপনি নিশ্চয়ই ওটিপি শেয়ার করে বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যামের কথা শুনেছেন। তবে আজকাল আবার স্ক্যামাররা সিম সোয়্যাপ করেও ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। গত মাসের শুরুতেই নর্থ দিল্লির একজন আইনজীবী সিম সোয়্যাপ স্ক্যামারের শিকার হয়েছেন। আননোন নম্বর থেকে তিনবার মিসডকল পেতেই তার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়।

তিনি জানান, অপরিচিত একটি ফোন নম্বর থেকে পরপর তিনটি মিসড কল আসে। তবে তিনি রিটার্ন ফোন করেননি। তারপরই ওই নারীর ফোনে একটি মেসেজ আসে। সেখানে লেখা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তবে চিন্তার বিষয় হলো তিনি কখনও কারো সঙ্গে ওটিপি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি। কিন্তু তারপরেও তার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এই ধরনের প্রতারণার নাম ‘সিম সোয়্যাপ স্ক্যাম’। ফোনে মিসড কল আসা এবং পরবর্তীতে কোনো একবার সেই কল রিসিভ করলেই এই প্রতারণা কাজ করে। চক্রটি এভাবে আপনার ডুপ্লিকেট সিমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্য অনেক কিছুই ব্যবহার করে। কীভাবে এই প্রতারণা চক্র কাজ করে, কীভাবেই বা আপনি সুরক্ষিত থাকবেন, চলুন জেনে নেওয়া যাক করণীয়গুলো-

এই প্রতারণা চক্র কাজ করে যেভাবে ?

এই প্রতারণা চক্র কীভাবে কাজ করে, তা জানতে হলে প্রথমে বুঝতে হবে ওই নারীর সাথে ঠিক কী ঘটেছিল? ওই আইনজীবীর অভিযোগ, গত ১৮ অক্টোবর তার সাথে এ ঘটনা ঘটেছিল। স্থানীয় প্রশাসনকে তিনি জানান, কয়েক লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে।

তিনি বলেন, মোট তিনবার একই নম্বর থেকে তার ফোনে কল আসে। পরবর্তীতে তিনি যখন অন্য একটি নম্বর থেকে কল ব্যাক করেন, তখন তাকে বলা হয় এটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারির নম্বর। ঘটনার তদন্ত কর্মকর্তা বলেন, তিনি অভিযুক্তের সাথে শুধু তার বাড়ির ঠিকানা শেয়ার করেছিলেন। তিনি মনে করেছিলেন, বন্ধু কোনো উপহার পাঠিয়েছে এবং তিনি পেয়েও গিয়েছেন। তারপরেই তার ব্যাংক থেকে একটি মেসেজ আসে, সেখানে টাকা উত্তোলনের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রশাসনের কর্মকর্তা জানান, তদন্তে ওই নারী ফোন থেকে কিছু অস্বাভাবিক ব্রাউজিং হিস্ট্রি লক্ষ্য করা যায়, যা তিনি কখনও করেননি। তিনি কিছু ফিশিং লিঙ্ক এবং কিছু UPI রেজিস্ট্রেশন টেক্স পেয়েছিলেন বলে ওই অফিসার উল্লেখ করেছেন। এখান থেকে একটি বিষয় বোঝা যায়, সিমটি দিয়ে প্রতারকরা ওই নারীর ব্যক্তিগত তথ্য হাতিয়েই যাবতীয় কাজ করে। সেই তথ্য তারা কারো সহযোগিতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করে ডুপ্লিকেট সিমের অ্যাক্সেস পেতে পারে।

সুরক্ষিত থাকবেন যেভাবে-

১. কখনও আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না।

২.বিভিন্ন ব্যক্তিগত নথি ও তার নম্বর অনলাইনে কোনো প্ল্যাটফর্মেই শেয়ার করবেন না।

৩.আপনার সিম কার্ড কাজ না করলে টেলিকম অপারেটরকে বিষয়টি জানান।

৪. ওটিপি কখনো ব্যাংকের কর্মী, ব্যাংকিং এজেন্টের সাথে ফোনে বা অনলাইনে শেয়ার করবেন না।