প্রকাশিত : ১৩:৫৭, ১০ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১৪:৪৪, ১০ জানুয়ারী ২০২১
জনমত ডেস্ক : ব্রিটিশ দৈনিক অবজারভারের করা বছরের প্রথম জরিপ অনুসারে ৪৩ শতাংশ ব্রিটিশ বলছেন তাদের প্রধানমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। ৪০ শতাংশ মনে করেন তিনি এই পদে থাকতে পারেন। কনজারভেটিভ ভোটারদের ৮৭ শতাংশ মনে করেন, তার নেতা হিসেবে থাকা উচিৎ। তাদের মাত্র ৭ শতাংশ মনে করেন, তার পদত্যাগ করা উচিত।
২০ শতাংশ ব্রিটিশ ভোটর মনে করেন, কেইর স্টারমের এর উচিত লেবার নেতার পদ থেকে সরে দাঁড়ানো। ৫২ শতাংশ তার এই পদে থাকার পক্ষে।
বেশিরভাগ ভোটার মনে করেন, সরকার ভালোভাবে কোভিড-১৯ সামাল দিতে পারেননি। ৭২ শতাংশের মতে, সরকার সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট দ্রুত ছিলো না। ৪২ শতাংশ মনে করেন, সরকার খুবই ধীরগতিতে কাজ করেছে। দ্য গার্ডিয়ান
প্রতি ৫ জনে ৩ জন অর্থাৎ ৬৪ শতাংশ ব্রিটিশ ভোটার মনে করেন, দনে যে সরকার ধীরগতিতে কাজ করে, তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। তবে ২৫ শতাংশ ভোটার মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সরকার বদলের কোনও অর্থ নেই।