প্রকাশিত : ০৬:৩১, ১৩ জানুয়ারী ২০২১
জনমত ডেস্ক : দ্রুতগামী ট্রাকের চাপায় জামালপুরে দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে জেলার সরিষাবাড়ী-ময়মনসিংহ মহাসড়কের পপুলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে ছাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাইদুল ও আকাশ নিজ বাড়ি থেকে মোটরবাইকযোগে উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। পথে পৌর শহরের পপুলার মোড় এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।