img

ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পিকআপচালক নিহত

প্রকাশিত :  ০৭:০৪, ১৩ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ০১:০০, ১৪ জানুয়ারী ২০২১

ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পিকআপচালক নিহত

জনমত ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খোকন মীর (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী।

নিহতের ভগ্নিপতি ফারুক জানান, পেশায় খোকন পিকআপচালক। রাতে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে তার গাড়িতে মাছ উঠানো হচ্ছিল। সে সময় পাশেই সিগারেট আনার জন্য গেলে ৫/৬ জন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ফারুক আরো জানান, ঘটনার সময় খোকনের চিৎকারে আশপাশের লোকজনসহ আমরা তিনজন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছি।

এসআই ওসমান আলী জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোকনের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাগমারা গ্রামে। তার বাবার নাম শামসুল হক মীর।

যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। তার সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

img

ফেল করে বহুতল ভবন থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত :  ১৫:৫৮, ১২ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:১২, ১২ মে ২০২৪

মাগুরার মহম্মদপুরে এসএসসির রেজাল্টে অকৃতকার্য হওয়ার খবরে কথা সাহা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। চতুর্থতলা থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

রোববার দুপুরে মাগুরা জেলা শহরের রিমপি সাহা নামের এক স্বজনের বসবাসরত বাড়ির চতুর্থতলার ছাদ থেকে সে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

কথা সাহা (১৬) মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে। 

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, কথা সাহা এবারের এসএসসি পরীক্ষা দেয়। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এক বিষয়ে ফেল করে অকৃতকার্য হয়। বিষয়টি জানতে পেরে সে ভবনের চতুর্থতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।