img

পুরান ঢাকার সাকরাইন উৎসবে শামিল হলো লাখো মানুষ

প্রকাশিত :  ১৭:৫১, ১৪ জানুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১৮:৩০, ১৪ জানুয়ারী ২০২১

পুরান ঢাকার সাকরাইন উৎসবে শামিল হলো লাখো মানুষ

জনমত ডেস্ক : সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আকাশে হরেক রঙের আলোকচ্ছটা। উড়ছে ফানুস, সঙ্গে বাজছে লাউড স্পিকারে গান। গানের তালে তালে জ্বলছে ডিস্কো লাইট। দিনে ঘুড়ি উৎসব শেষে সন্ধ্যায় অন্যরকম মাত্রায় চলে সাকরাইন উদযাপন। পৌষকে বিদায় দেওয়ার এই মাহেন্দ্রক্ষণে শামিল হয় পুরান ঢাকার লাখখানেক মানুষ। পুরান ঢাকার এমন কোনও ছাদ বাকি থাকে না, যেখানে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে না। তারা এই উৎসবে শামিল হয়ে আনন্দের মাত্রা ও প্রাণ আরও বাড়িয়ে দেয়।

পৌষ মাসকে বিদায় দিতেই আয়োজন করা হয় পৌষ সংক্রান্তি। সংক্রান্তি থেকে উৎপত্তি হয়েছে সাকরাইনের। তাই এ সময় সাকরাইন উৎসব পালন করে পুরান ঢাকার লাখো মানুষ। উৎসবে সকালের ভাগে ছিল পিঠা-পুলিসহ নানাবিধ মিষ্টি খাবারের আয়োজন। দুপুর থেকে শুরু হয় ঘুড়ি উৎসব। আর সূর্য ডোবার আগ থেকে শুরু হয় আলোকসজ্জা, আতশবাজি আর গানবাজনা। সাকরাইন উৎসবের প্রস্তুতি নিয়ে উচ্ছ্বসিত থাকেন পুরান ঢাকার বাসিন্দারা। তাই আয়োজনের কমতি না রাখতে প্রস্তুতি শুরু হয় অন্তত সুই সপ্তাহ আগে থেকেই।

পুরান ঢাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাকরাইনের এই উদযাপন দুই ভাগে পালন করেন তারা। প্রথম দিন অর্থাৎ ১৪ জানুয়ারি সূত্রাপুর, লক্ষ্মীবাজার, গেন্ডারিয়া, জুরাইন এলাকার মানুষ সাকরাইন উদযাপন করেন। আর পরের দিন ১৫ জানুয়ারি শাঁখারিবাজার, তাঁতিবাজার, লালবাগ, বংশাল, নাজিরাবাজার এলাকার মানুষ সাকরাইন উৎসব পালন করেন।

দিনের আলোতে রঙবেরঙের ঘুড়িতে মেতে ছিল পুরান ঢাকার আকাশ। আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মেতেছে হরেক রঙের আলোতে। পুরান ঢাকার আকাশে রঙবেরঙের লেজার লাইট, বর্ণিল আতশবাজি আর গানের ছন্দে চলে পৌষকে বিদায় জানানোর এ উৎসব। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা আমীন বাসার ছাদে পরিবার নিয়ে আয়োজন করেছেন সাকরাইন উৎসব। সেখানে মুখরোচক খাবার থেকে শুরু করে সব ধরনের আয়োজন করেছেন তিনি। তার সঙ্গে কথা বলে জানা যায়, বংশ পরম্পরায় তাদের এই আয়োজন চলে আসছে দীর্ঘদিন ধরে। তবে সাকরাইন উৎসবে কিছুটা আধুনিকতা যোগ হয়েছে সাম্প্রতিক সময়ে।

এদিকে প্রথমবারের মতো সাকরাইন উৎসবে যোগ হয়েছে ঢাকা সিটি করপোরেশনের ঘুড়ি উৎসব। দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ঘোষণা দিয়েছেন, ঢাকার ঐতিহ্য লালনে এখন থেকে প্রতিবছর এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘এই যে ডিসকো গান-বাজনা এগুলো আগে ছিল না। আকাশে এত লেজার লাইটও জ্বলতো না। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাকরাইন পালনে অনেক পরিবর্তন এসেছে। আগে খাবার আর ঘুড়ি উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল সাকরাইন। গানবাজনা হতো, তবে ব্যাপক আকারে না।’

গেন্ডারিয়া এলাকার বাসিন্দা কাজী শরীফ বলেন, ‘আগে শুধু পুরান ঢাকার মানুষ এই উৎসব পালন করতেন। এখন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন সাকরাইন দেখতে। বিশেষ করে তরুণদের মধ্যে সাকরাইন নিয়ে খুব আগ্রহ দেখেছি। বন্ধুবান্ধব দলবল নিয়ে চলে আসেন, আনন্দ করেন। পুরান ঢাকায় এরকম উৎসব সারা বছরে আর হয় না।’

img

সাজেকের পাহাড়ি খাদে ট্রাক, নিহত বেড়ে ৯

প্রকাশিত :  ১৯:৫৫, ২৪ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:৫৬, ২৪ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। 
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তারা সবাই গাজীপুর থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকেরা কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন।
এর আগে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’