প্রকাশিত : ১৭:৫৬, ১৭ জানুয়ারী ২০২১
জনমত ডেস্ক : গত ২৪ ঘন্টায় কমেছে ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । সাধারণত প্রতি রবিবার ও সোমবার মৃতের প্রকৃত হিসাব পাওয়া যায় না। একদিন তথা গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬৭১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মৃতের সংখ্যা ছিলো ১২৯৫ জন, শুক্রবার ছিলো ১২৮০ জন। মোট মৃতের সংখ্যা ৮৯ হাজার ২৬১ জন। মৃত্যুর পরিসংখ্যানে সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৫৯৮ জন। গতকাল শনিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪১৩৪৬ জন, শুক্রবার ছিলো ৫৫৭৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৯৫৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯,২২৮জন।
অপরদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬৩১ জন, স্কটল্যান্ডের পরিসংখ্যান পাওয়া যায়নি, ওয়েলসে ৪৮ জন, নর্দান আয়ারল্যান্ডে ২৫ জন। তথ্যসূত্র: বিবিসি