img

শ্রীমঙ্গলে স্ত্রীর মোবাইল ফোন নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত :  ০৯:১২, ২১ জানুয়ারী ২০২১

শ্রীমঙ্গলে স্ত্রীর মোবাইল ফোন নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন

আন্তর্জাতিক ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মির্জাপুর চা বাগানে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুত্রে জানা যায়, রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোনে স্পিকার সংযুক্ত করে গান বাজাচ্ছিলেন। এতে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত (২৫) কয়রা। আপত্তির পরও গান বন্ধ না করায় সঞ্জিত ভাবীর মোবাইল ফোন ভেঙ্গে ফেলেন।

বিকেলের দিকে রঞ্জিত বাইরে থেকে ঘরে ফিরলে মোবাইল ফোন ভাঙা নিয়ে নালিশ করেন স্ত্রী। এতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে। বিষটি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে

img

তাহিরপুরে নদী থেকে বালু চাপা দেয়া শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত :  ১৭:০৬, ১৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৭:০৮, ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জ জেলার তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চড় থেকে বালু চাপা দেয়া অবস্থায় সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। এর সত্যতা নিশ্চিত করেছেন ওসি নাজিম উদ্দীন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গতকাল শিশুর টির মা স্কুলে না যাওয়ার কারনে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরে নি। আজ বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়ে পুলিশ ঘটনা স্থলে এসে সবার উপস্থিত তে লাশ উদ্ধার করে।

তবে কে বা কারা আর কি কারনে তাকে মাটি চাপা দেয়া হয়েছে তা কারন জানাযায় নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।