প্রকাশিত : ১৮:৩২, ২১ জানুয়ারী ২০২১
জনমত ডেস্ক : গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২৯০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মৃতের সংখ্যা ছিলো ১৮২০ জন, মঙ্গলবার ১৬১০ জন, সোমবার ছিলো ৫৯৯ জন। মোট মৃতের সংখ্যা ৯৪ হাজার ৫৮০ জন। মৃত্যুর পরিসংখ্যানে সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৮৯২ জন। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিলো ৩৮৯০৫ জন, মঙ্গলবার ছিলো ৩৩৩৫৫ জন, সোমবার ছিলো ৩৭৫৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৭০৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ হাজার ৬৭৬ জন। এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৪৯ লাখ ৭৩ হাজার ২৪৮ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৭৮৯ জন, স্কটল্যান্ডে ৮৯ জন, ওয়েলসে ৪৬ জন, নর্দান আয়ারল্যান্ডে ২১ জন।