২০০ পুলিশ সদস্য ভ্যাকসিন নেবেন আজ

প্রকাশিত :  ০৭:৫১, ০৯ ফেব্রুয়ারী ২০২১

২০০ পুলিশ সদস্য ভ্যাকসিন নেবেন আজ

জনমত ডেস্ক : সব গুজব আর শঙ্কা কাটিয়ে দেশজুড়ে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী। এরই ধারাবাহিকতায় কর্মসূচি শুরুর দুই দিন পর টিকার আওতায় আসছেন পুলিশ সদস্যরাও।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নেবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। বন্দর নগরীতে মঙ্গলবার থেকে তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

এ দিন, সকাল ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইনসে ২০০ জন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেওয়া হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিনে সিএমপির ২০০ সদস্য ভ্যাকসিন নেবেন। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের দেওয়া হবে।’

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির প্রায় প্রায় সাতশরও বেশি সদস্য। মারা গেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ মোট ৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন।

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

প্রকাশিত :  ১০:৩০, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:৩৪, ২৮ মার্চ ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গররত ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড জাহাজ প্রমত্ত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।