ব্রিটেনে করোনা কেড়ে নিল আরো ১০০১ প্রাণ, আক্রান্ত ১৩০১৩

প্রকাশিত :  ১৭:৪৩, ১০ ফেব্রুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১৮:৩৬, ১০ ফেব্রুয়ারী ২০২১

ব্রিটেনে করোনা কেড়ে নিল আরো ১০০১ প্রাণ, আক্রান্ত ১৩০১৩

জনমত ডেস্ক : গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও সামন্য কমেছে মৃত্যু। একদিনে আরো ১০০১ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মৃতের সংখ্যা ছিলো ১০৫২জন, সোমবার ছিলো ৩৩৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৮৫১ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩০১৩ জন। গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিলো ১২,২৬৪ জন, সোমবার ছিলো ১৪১০৪জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১ জন। 

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩১৬৪ জন।

এপর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ২৯৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৫৫৩ জন।


করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।