প্রকাশিত : ১২:০৮, ১১ ফেব্রুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১২:২৪, ১১ ফেব্রুয়ারী ২০২১
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসঊদ মান্নান
ঢাকা, ১০ ফেব্রুয়ারীঃ ২৫তম বই দিবস উপলক্ষে বাংলাদেশ বুক ক্লাবের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারী রোববার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশেষ এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি, তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট কূটনীতিক মসঊদ মান্নান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
বুক ক্লাবের সহকারী সম্পাদক মাহমুদ খান বিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব সালাউদ্দিন কুটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা খান মজলিস ও বাংলাদেশ শিশু কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।