img

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ীর সাড়ে ৭ বছরের জেলদণ্ড

প্রকাশিত :  ০৮:০৪, ০৮ ডিসেম্বর ২০১৮

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ীর সাড়ে ৭ বছরের জেলদণ্ড

জনমত রিপোর্ট ।।  একাদিক ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে বাংলাদেশী এক রেস্টুরেন্ট মালিককে সাড়ে ৭ বছরের জেল দন্ড দিয়েছে আদালত। ৭ ডিসেম্বর শুক্রবার তার বিরুদ্ধে এই আদেশ দেয় আদালত। সংবাদটি প্রকাশিত হয়েছে একাদিক মেইনস্ট্রিম ইংরেজী সংবাদ মাধ্যমে। এতে জানাযায় কলচেস্টার এলাকার স্টেনওয়ে’র তান্দুরী ভিলা রেস্টুরেন্টের ম্যানেজার শিব্বির আহমদ (৫৮), কে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ধর্ষণ ও যৌন নির্যাতনের কারনে এই জেলদন্ড দেয় আদালত।
তিনি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে ফ্রি মদ্যপ্রানের সুযোগ করে দিয়ে তাদেরকে অসচেতন অবস্থায় ধর্ষণ, কাজের কথা বলে যৌন নির্যাতন করতেন।
চেমসফোর্ড ক্রাউন কোর্টের প্রসিকিউটর ডায়ানা পাইগট শুক্রবার আদালতে তার বক্তব্যে বলেন, ধর্ষণের শিকার এক অভিযোগকারী জানিয়েছেন তিনি এর ফলে মানষিক সমস্যা ও বিষন্নতার জন্য ওষদ সেবন করতে হচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবার জন্য মেন্টাল হেলথ সেন্টারেও যেতে চায়নি ঐ মেয়ে। মানসিক পিড়ায় তিনি সামাজিকভাবেও একাকি হয়ে পড়েন।
ঐ মহিলার বর্তমান বয়স ২৭ হলে ঘটনাটি ঘটে তার বয়স যখন ১৬ ছিল তখন। ২০০৭ এর জুলাই থেকে ২০০৮ এর জুলাই মাসের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানানো হয়।
অরেক ভিকটিম জানিয়েছে তিনি ২০১৬ সালে চাকুরির জন্য ঐ রেস্টুরেন্টে গেলে একই বিড়ম্বার শিকার হতে হয়েছে। তিনিও মানসিক যন্ত্রনায় ভোগছেন।
বিচারপতি প্যাট্রিসিয়া লিঞ্চ অভিযুক্ত সাব্বির আহমদকে ধর্ষণের জন্য ৭ বছরের জেল এবং যৌন নির্যাতনের জন্য ৬ মাসের জেলদন্ড প্রদান করেন।

কমিউনিটি এর আরও খবর

img

মৌলভীবাজার জেলা সাবেক ছাত্রলীগের রিইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:২৯, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ১৪ মে ২০২৪

ব্রিটেনের বসবাসকারী মৌলভীবাজার জেলার প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মার আত্মীয়তা ও প্রাণের সেতুববন্ধন অটুট রাখা ও  সবাইকে ঐক্যের বন্ধনে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করার দীপ্ত শপথে গঠিত মৌলভীবাজার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের রিইউনিয়ন কমিটি ইউকের এক গুরুত্বপূর্ণ  সভা গত ১২ই মে ২০২৪ই,পুর্ব লন্ডনের  ইমপ্রেশন ইভেন্টে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। 

রিইউনিয়ন কমিটির আহবায়ক, মৌলভীবাজার জেলার সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিইউনিয়ন কমিটির সদস্য সচিব রুহুল আমীন রুহেল এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আকিল আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, আব্দুর রশিদ কাজল, নজরুল ইসলাম অকিব, মুহিবুর রহমান খসরু, খয়রুল রব মুকুল, ইকবাল আহমদ, আব্দুল বাছিত, সেলিম আহমদ, শেখ আব্দুর রউফ ,মোহিদুর রহমান, দিলু মিয়া, জয়নাল আহমদ, সেলিম আহমদ, কাউন্সিলার কাবিদ আহমদ,রাধা কান্ত ধর, শাহ শাফি কাদির, জয়নাল ইসলাম, মোয়াইমিন আহমদ, দেওয়ান ফাহিম আহমদ চৌধুরী ,আমিনুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুল আম্বিয়া, আমজাদ হোসেন সানি, এস এম দোলাল আহমদ ও রাসেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় সর্বসম্মতিক্রমে সামারের মধ্যে রিইউনিয়ন এর  সভা অনুষ্টান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩রা জুন সন্বা ৬.০০ ঘটিকার সময় পূর্ব লন্ডনে প্রস্তুতি সভায় রিইউনিয়ন কমিটির সভা করার সিদ্বাস্ত গূহিত হয়। এবং বিস্তারিত কর্মসূচি চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর