img

বাংলাদেশের শতবর্ষ উদযাপন করবে ব্রিটেন: বরিস জনসন

প্রকাশিত :  ১৬:৩০, ২৬ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট: ১৫:৫৬, ০১ এপ্রিল ২০২১

বাংলাদেশের শতবর্ষ উদযাপন করবে ব্রিটেন: বরিস জনসন

জনমত রিপোর্টঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গেও যুক্ত রয়েছে যুক্তরাজ্যের আন্তরিক সহায়তা ও সমর্থন।

শুক্রবার ( ২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এসব কথা বলেন।

বরিস জনসন বলেন, স্বাধীন বাংলাদেশে ফেরার আগে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু লন্ডনে যাত্রাবিরতি করেন এবং তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ এবং বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার হ্যারল্ড উইলসনের সঙ্গে বৈঠকে অংশ নেন।


তিনি মনে করেন ২০১৮ সালে শেখ হাসিনার যুক্তরাজ্য সফর তারই প্রতিফলন। আগামী ৫০ বছর পর বাংলাদেশের শতবর্ষ উদযাপন করবে ব্রিটেন। এছাড়াও যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির অবদানের কথাও উল্লেখ করেন তিনি। গত ৫ দশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

img

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে ১৮ লাশ

প্রকাশিত :  ০৭:৩০, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে ১৮টি লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুলগেরিয়ার পুলিশ এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। ট্রাকটি করে অবৈধ অভিবাসীদের পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বুলগেরিয়ার ইতিহাসে এটি অভিবাসীবিষয়ক সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রাক থেকে উদ্ধার করে পাঁচ শিশুসহ ৩৪ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারো কারো অবস্থা খুবই খারাপ।

তিনি বলেন, ট্রাকের ভেতরটা ছিল খুবই ঠান্ডা। আর বেঁচে যাওয়ার জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে কোনো খাবার পাননি।

তুরস্ক থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে পাড়ি দিতে দীর্ঘ দিন ধরেই অবৈধ অভিবাসীরা বুলগেরিয়া অতিক্রম করে।

ট্রাকটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল উত্তর-পূর্ব দিকে লোকোরস্কো গ্রামের কাছে পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদঝিদিয়েভ বলেন, ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেনি।

পুলিশ ধারণা করছে, ট্রাকে থাকা অনেকে আফগানিস্তান থেকে এসেছে। তাদেরকে অবৈধভাবে সার্বিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্র : বিবিসি