প্রকাশিত : ০০:০৬, ০৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট: ০৭:১১, ০৪ এপ্রিল ২০২১
লন্ডন ৩ এপ্রিল: অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধার খবর অনেক আগেই মিলেছে। যে কারণে অনেক দেশে ওই ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করে দেওয়াও হয়েছে। এবার ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার টিকায় সাত জনের মৃত্যুর খবর মিলল। এছাড়াও আরও ৩০ জনের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।
অন্যদিকে ব্রিটেনে মৃত্যুর খবরের পর বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ামক সংস্থা বিবৃতি পেশ করে জানিয়েছে, ২৪ মার্চ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিনের কারণে ৩০ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার থেকে নেদারল্যান্ডসে ৬০ বছরের কম বয়সিদের অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একইভাবে জার্মানি কয়েকদিন আগেই অ্যাস্ট্রাজেনেকার ব্যবহার বন্ধ করেছে।