প্রকাশিত : ১৯:২৩, ০৭ এপ্রিল ২০২১
জনমত ডেস্ক: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭৬৩ জন। গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিলো ২,৩৭৯ জন, সোমবার ছিলো ২,৭৬২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ২৯২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪৫ জন। গতকাল মঙ্গলবার মৃতের সংখ্যা ছিলো ২০ জন, সোমবার ছিলো ২৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৯৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৩ হাজার ৫০৯ জন।