img

তাহসিনা লুনার সমর্থনে লন্ডনস্থ দৌলতপুর ইউনিয়নবাসীর সভা

প্রকাশিত :  ০৬:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৮

তাহসিনা লুনার সমর্থনে লন্ডনস্থ দৌলতপুর ইউনিয়নবাসীর সভা

জনমত রিপোর্ট ।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২(বিশ্বনাথ ও ওসমানীনগর)আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মীনি,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য তাহসিনা রুশদির লুনার সমর্থনে গত মঙ্গলবার ইস্টলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়।

যুক্তরাজ্য বিএনপি নেতা ও ব্রাডফোর্ডের প্রতিষ্টিত ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ সামসু মিয়ার সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন যুক্তরাজ্য যুবদলের ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক আহমেদ নুরুল পাশা এবং স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদল নেতা এবং বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দৌলতপুর ইউনিয়নের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মানিক উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি কদর উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য হাবিবুর রহমান জানু,কমিউনিটির অন্যতম সংগঠক ও বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম রঞ্জু,দৌলত হোসেন,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ খান,সংগঠক আব্দুল বাসিত রফি,বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাসেক্স যুবদলের সাবেক সভাপতি বখতিয়ার খান ও যুক্তরাজ্য যুবদলের সহ আপ্যায়ন সম্পাদক আব্দুল আহাদ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কমিনিটি ব্যক্তিত্ব হাফিজুর রহমান, দৌলতপুর ইউনিয়নের সাবেক তুখোড় ছাত্রনেতা ও যুক্তরাজ্য যুবদল নেতা মাসরুল হোসেন, মুকিত খান মনসুর, যুবদল নেতা ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সুমন মিয়া,আব্দুস শুকুর,জাহেদ মিয়া,নিউহাম বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয় পায় বলেই খুন, গুম, মামলা-হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধি করে রেখেছে এবং বিএনপির সাবেক সফল সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ধানের শীষে ভোট দিয়ে তাহসিনা রুশদির লুনা সহ সারা দেশে ঐক্যফ্রন্টের সকল প্রার্থীদের কে বিজয়ী করতে হবে।
তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতি দেশবাসীর প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদেরকে অত্যাচার- নির্যাতন, জেল-জুলুম, গুম-খুন করে পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। ভুলুন্ঠিত গণতন্ত্র উদ্ধার করতে ধানের শীষের পক্ষে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় নিশ্চিত করতে হবে। বিগত ভোটারবিহীন নির্বাচনের মত এবার আর কাউকে খালি মাঠে গোল করতে দেয়া হবে না।
ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিদায় করতে হবে স্বৈরাচারী আওয়ামী সরকারকে এবং সিলেট ২ আসনে এম ইলিয়াস আলীর করা ব্যাপক উননয়নের জন্য এ এলাকার সর্বস্থরের মানুষ তাহাকে খুব ভালবাসেন তাই আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট ইলিয়াস আলীর সহধরমীনি তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করে ইলিয়াস আলীকে গুমের প্রতিশোধ নিবে।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র কার্যক্রম শুরু

প্রকাশিত :  ১৮:৫৫, ২৫ এপ্রিল ২০২৪

নিলুফা ইয়াসমীন হাসান, লন্ডন : বাংলাদেশের সংস্কৃতি মন্ডলে এক সুপরিচিত ঐতিহ্যবাহী জনপ্রিয় প্রতিষ্ঠান বুলবুল ললিতকলা একাডেমি অফ ফাইন আর্টস সংক্ষেপে বাফা। যুক্তরাজ্যেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাফা’র কার্যক্রম। বিগত সত্তর বছর ধরে বাফা থেকে সঙ্গীত, নৃত্য, চিত্রশিল্প এবং অন্যান্য শিল্পকলায় সমৃদ্ধ হয়েছে অগণিত ছাত্র ছাত্রী। তাঁদের অনেকেই দেশে এবং বিদেশে বাংলা সংস্কৃতিকে সগৌরবে বহন করে চলেছেন।

যুক্তরাজ্যে বসবাসরত বাফা’র ধানমন্ডি শাখার প্রথম স্থান অধিকারী প্রাক্তন ছাত্রী এবং নৃত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনয় শিল্পী রুবাইয়াৎ শারমীন ঝরার আন্তরিক প্রচেষ্টায় এবং বাফা’র প্রাক্তন কৃতি ছাত্রী কাজী ফারহানাসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় যুক্তরাজ্যে বাফা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  

বাংলা নববর্ষের প্রথম দিন গত পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) এই বিশেষ দিনে বাফা’র যুক্তরাজ্য শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা রুবাইয়াৎ শারমীন ঝরার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তিনি বলেন, সবসময়েই তাঁর স্বপ্ন  ছিল বাফা\'র মতো কোন একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার, কিন্তু সময় এবং সুযোগের কারনে সেটি এতোদিন হয়ে উঠেনি। আজ তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রয়োজন সবার সহযোগিতা। 

বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা’)র ভাইস প্রিন্সিপাল কাজল মূখার্জী অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে যুক্তরাজ্যে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তাঁর উপস্থিতি উদ্ভোধনী অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলে।  বুলবুল একাডেমি  অফ ফাইন আর্টস (বাফা\')র সভাপতি হাসানুর রহমান বাচ্চু তাঁর ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। যেখানে তিনি রুবাইয়াৎ শারমীন ঝরাকে লন্ডনে বাফার কার্যক্রম শুরু করায় বাহবা জানান এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্যে তার সাথে জড়িত সবাইকে আহ্বান করেন।


রুবাইয়াৎ শারমীন ঝরা বলেন, যে প্রতিষ্ঠানে আজ থেকে ৪০ বছর আগে তাঁর মা’র হাত ধরে তিনি শিক্ষার্থী হিসেবে প্রবেশ করেছিলেন সে প্রতিষ্ঠানের যুক্তরাজ্য শাখার প্রিন্সিপাল হতে পেরে তিনি অত্যন্ত আপ্লুত। 

লন্ডনে বাফার শাখা প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র সভাপতি শ্রদ্ধেয় হাসানুর রহমান বাচ্চু’র প্রতি কৃতজ্ঞতা এবং ভাইস প্রিন্সিপাল কাজল মূখার্জীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাজ্য শাখার প্রিন্সিপাল রুবাইয়াৎ শারমীন ঝরা। পাশাপাশি বাংলাদেশ এবং যুক্তরাজ্য বাফা’র ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে লন্ডনে বাফা\'র কার্যক্রম ভালভাবে চালাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। রুবাইয়াৎ শারমীন ঝরা আরো বলেন, যুক্তরাজ্য বাফা বাংলাদেশ এর বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র একই সিলেবাস চর্চা করবে এবং সেশন শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর এবং বাফা’র নতুন শাখাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বাফা’র সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রী মেহবুবা সুলতানা লিথির নেতৃত্বে সমবেত কন্ঠে \'এসো হে বৈশাখ\' গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সমবেত সঙ্গীতের পাশাপাশি বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। যাতে কণ্ঠ দেন  ট্রিও আর্টস এর সদস্য শায়লা শারমীন এবং বাফা’র অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন নৃত্য ও সঙ্গীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কাজী ফারহানা আক্তার এবং মেহবুবা সুলতানা লিথি। তারপর ছোট্ট দুই খুদে শিল্পী সাফা এবং আযান এর নৃত্যের মুদ্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাফা যুক্তরাজ্য শাখার নৃত্য বিভাগের কার্যক্রম শুরু হয়। বাফা’র নৃত্য বিভাগের প্রাক্তন ছাত্রী ও অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়াও নৃত্য পরিবেশন করেন। 

অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি কাজল মূখার্জীর অসাধারণ গান যা দর্শকদের মুগ্ধ করে। আগত অতিথিদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভেন কিংসের কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা গাজী এবং বাফার প্রাক্তন সদস্য মতিঝিল ও ধানমণ্ডি শাখার বাদল রহমান। এছাড়াও সাংবাদিক বাতিরুল হক, রুমি হক, অতিশ, মেসবাহ শহীদ, আ্যাকাউনটেন্ট শাহনুর হোসেন, ইফতেখার চৌধুরী এবং দিগ্বিজয় শুভ প্রমুখ। আগত উপস্থিত সকলেই যুক্তরাজ্য বাফা’র সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস (বাফা) যুক্তরাজ্য শাখার কার্যক্রম অতি শীঘ্রই শুরু করা হবে। নাচ শিখতে উৎসাহিরা বাফা’র ইমেইলে আরও ব্যাপক তথ্যের জন্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইমেইল এড্রেসেঃ [email protected]

কমিউনিটি এর আরও খবর