জনমত ডেস্ক ।। জুনিয়র স্কুল সার্টিফটকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৪ ডিসেম্বর।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নেয়। ২৯ হাজার ৬৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের এই পরীক্ষার্থীরা ২ হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন। যেখানে ছেলে ১০ লাখ ৪৩ হাজার ৭৫২ জন ও মেয়ে ১২ লাখ ২৩ হাজার ৫৯১ জন।
অন্যদিকে, জেডিসি পরীক্ষা দেয় ৪ লাখ ২ হাজার ৯৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ জন এবং মেয়ে ২ লাখ ২৩ হাজার ১০ জন।
এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসি পরীক্ষায় এ সংখ্যা ছিল ৩৪ হাজার ২৫১ জন। পরীক্ষা শেষ হয় ১৫ নভেম্বর।
Leave Your Comments