img

করোনায় মারা গেলেন ইদ্রিস ছাতার স্বত্বাধিকারী নাজমুল হোসেন

প্রকাশিত :  ২০:২৭, ১০ মে ২০২১

করোনায় মারা গেলেন ইদ্রিস ছাতার স্বত্বাধিকারী নাজমুল হোসেন

জনমত ডেস্ক: সিলেটের প্রাচীনতম ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইদ্রিস এন্ড কোম্পানি’র স্বত্বাধিকারী ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি নগরীর হাওয়াপাড়ার বাসিন্দা নাজমুল হোসেন মাক্কু মিয়া আর নেই।

সোমবার (১০ মে) সকাল সোয়া ৭টার দিকে তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাজমুল হোসেনের জানাযার নামাজ সোমবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।

img

হবিগঞ্জে হাওর থেকে স্কুল শিক্ষিকা রুপা দাশের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১১:৩৩, ১৪ মে ২০২৪

হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল লাখাইয়ের হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপা দাশ (৪০) নামের ওই শিক্ষক ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুপা দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুপা দাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। তার কাছে বিষের দুটি বোতলও পাওয়া গেছে। একটি খালি এবং অপরটিতে বিষ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।