img

বড়লেখা শহরে ‘পাগলা’ কুকুর আতঙ্ক, কামড়ে আহত ৫০

প্রকাশিত :  ০৮:২২, ১৪ মে ২০২১

বড়লেখা শহরে ‘পাগলা’ কুকুর আতঙ্ক, কামড়ে আহত ৫০

জনমত ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে ‘পাগলা’ কুকুরের কামড়ে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৩ জন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের হাজীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পৌরসভার লোকজন স্থানীয়দের সহায়তায় ‘পাগলা’ কুকুরটি মেরে ফেলে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন সামির উদ্দিন, ঝন্টু দাস, আব্দুর রব, রজত দত্ত, আমিনুল ইসলাম, সাহেদ আহমদ, আবেদ মিয়া, লোকমান হেকিম, মামুন আমিন, আং আলিম, সায়েম আহমদ, জাহাঙ্গীর, বেলাল আহমদ, মো. আলী, নাইম, মইনুল ইসলাম, আলা উদ্দিন, তোফায়েল আহমদ, আয়শা বেগম, বাক্কার আলী, ইব্রাহিম আলী, সায়দুল, তানভীর, আবুল কালাম, জাহিদ আহমদ, কামিল আহমদ, কবির উদ্দিন, সেলিম, কালা উদ্দিন, নবাব মিয়া, মিল্লাদ হোসেন, সাজু আহমদ, আং রহমান। অন্যদের পরিচয় জানা যায়নি। তারা সকলেই হাজীগঞ্জ বাজার ও আশপাশের গলিতে কুকুরের কামড়ে আহত হন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রশান্ত কুমার পাল রাত বৃহস্পতিবার (১৩ মে) রাত পৌনে ১২টায় বলেন, ‘রাত ৭.৫২ মিনিটে কুকুরের কামড়ে আহত প্রথম ব্যক্তি চিকিৎসা নেন। এরপর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট ৩৩ জন হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ‘পাগলা’ কুকুর আচমকা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র (২) রেহান পারভেজ রিপন বলেন, ‘পাগলা কুকুরটি প্রায় ৫০ জন মানুষকে কামড়িয়েছে। ঈদের বাজার। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌরসভার লোকজন ঘটানাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গিয়ে কুকুরটিকে মেরে মাটিতে পুতে ফেলা হয়।


img

বিশ্বনাথের মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের শ্লীলতাহানির মামলা

প্রকাশিত :  ১৫:১৪, ২৫ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:১৬, ২৫ এপ্রিল ২০২৪

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, দুই কাউন্সিলরসহ আটজনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। বুধবার বিশ্বনাথ থানায় মামলাটি করেন পৌরসভার এক নারী কাউন্সিলর।

মামলার এজাহারে বলা হয়েছে, সম্প্রতি পৌরসভার সাত কাউন্সিলর মেয়র মুহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে মেয়র কাউন্সিলরদের ওপর ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরসভার দক্ষিণ মিরেরচর এলাকায় মেয়রের নেতৃত্বে কয়েকজন নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদ করলে মেয়র ও তার সহযোগীরা বাদীকে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ওই কাউন্সিলর গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার ভোরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় মেয়র ছাড়া পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও বারাম উদ্দিনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে মেয়র মুহিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী জানান, নারী কাউন্সিলরের অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।