পিএসজির আধিপত্যের অবসান ঘটালো লিল

প্রকাশিত :  ১০:০৭, ২৪ মে ২০২১

পিএসজির আধিপত্যের অবসান ঘটালো লিল

স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ান ট্রফিটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। গত আসরসহ সর্বশেষ ৯ ক্যাম্পেইনের ৭টি-ই তারা ঘরে তুলেছিল (২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০)। এবার তাদের আধিপত্যের অবসান ঘটালো লিল। অঁজিকে ২-১ গোলে হারিয়ে এবার লিগ শিরোপা ঘরে তুলেছে তারা।

এ নিয়ে পঞ্চমবারের মতো ঘরোয়া লিগের শিরোপা জিতলো লিল। সর্বশেষ তারা জিতেছিল ২০১১ সালে। তখন তাদের দলের সদস্য ছিলেন এদেন হ্যাজার্ড। ২০১১ সালের আগে ক্লাবটি শিরোপা জিতেছিল ১৯৩৩, ১৯৪৬ ও ১৯৫৪ সালে।

অথচ এবারের মৌসুমে শিরোপা জেতার ফেভারিটের তালিকাতেও ছিল না তারা। গত মৌসুমে চতুর্থ স্থান অধিকার করা লিল তার আগের মৌসুমেই শেষ করেছিল দুইয়ে থেকে। কিন্তু সবার প্রত্যাশাকে ছাড়িয়ে সেই ক্লাবটিই ৩৭ সপ্তাহের মধ্যে টেবিলের শীর্ষে ছিল ১৮ সপ্তাহ!  এমনকি পুরো মৌসুম জুড়েই ছিল অপ্রতিরোধ্য। বিশেষ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী পিএসজি, লিওঁ ও মোনাকোর বিপক্ষে তারা ছিল অপরাজেয়।     

অথচ ২০১৭ সালে এই ক্লাবটি যখন অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছিল তখনই দলের দায়িত্ব পেয়েছিলেন বর্তমান কোচ ক্রিস্তোফে গালতিয়ের। দলের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স। অবিশ্বাস্য।’  অবশ্য তার সান্নিধ্যে দল এমন সাফল্য পেলেও গালতিয়ের ক্লাব ছেড়ে যাচ্ছেন শিগগিরই।  

কবে অবসর নেবেন জানালেন মেসি

প্রকাশিত :  ০৯:০৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:১১, ২৮ মার্চ ২০২৪

ক্যারিয়ারের শেষ প্রান্তে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুনে ৩৭ বছর পার করবেন এই ফুটবল জাদুকর। এই বয়সেও খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ২০২২ বিশ্বকাপ জেতার পর সবাই ধরেই নিয়েছিলেন অবসরে যাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে তিনি জানান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আরও খেলে যেতে চান। তবুও মেসি কবে অবসর নেবেন সেই প্রশ্ন উঠছে নিয়মিত। 

সম্প্রতি এমবিসির ‘বিগ টাইম পডকাস্টে’ মেসি কথা বলেছেন। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। যখন ফুটবলকে তার আর দেওয়ার কিছু থাকবে না, তখনই ইতি টানবেন ক্যারিয়ারের। অবসর প্রসঙ্গে এমনটিই ভাবছেন মেসি। 

তিনি বলেন, ‘সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেব।’

মেসি বলেন, ‘আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কীভাবে করতে হয়।’

ফুটবলের প্রায় সব কিছুই নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন। আন্তর্জাতিক শিরোপা থেকে ক্লাব ক্যারিয়ার সব কিছুতেই উজ্জ্বল তিনি। ২০২২ সালে নিজের ক্যারিয়ারের একমাত্র এবং দেশের তৃতীয় বিশ্বকাপ জিতে মেসি। তবে কাতার বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতেন বলে জানিয়েছেন মেসি। 

তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলত, তা হলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম।’

এই ফুটবল জাদুকর বলেন, খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সবকিছু অর্জনের, স্বপ্নপূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।