img

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে রিয়ার আবেগঘন পোস্ট

প্রকাশিত :  ১০:৪৩, ১৫ জুন ২০২১

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে রিয়ার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এদিকে গতকাল ছিল সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিন ফটো ও ভিডিও শেয়ারিং সাইটে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাখ্যাত অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রিয়া। পাশাপাশি ক্যাপশনে সুশান্তকে স্মরণ করে কিছু আবেগঘন কথা লিখেছেন। এই অভিনেত্রী লিখেছেন, তুমি আর নেই, একটা মুহূর্তের জন্যও এটি বিশ্বাস হয় না। সবাই বলে, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, কিন্তু তুমিই ছিলে আমার সময়, আমার সবকিছু। আমি জানি, তুমি এখনো আমার অভিভাবক। চাঁদ থেকে টেলিস্কোপ দিয়ে দেখছো এবং আমাকে রক্ষা করছো।

আমাকে নিয়ে যাবে এই অপেক্ষায় প্রতিদিন কাটাচ্ছি। সব জায়গাতে তোমাকে খুঁজি। আমি জানি তুমি আমার সঙ্গেই আছো। এটি আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। তখন তোমার কথা মনে পড়ে, এভাবেই দিন পার করছি। তুমি নেই ভাবলেই আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এটি লিখতে গিয়ে হৃদয়ে ব্যথা অনুভব করছি, আমার হৃদয় এই ব্যথা আর সহ্য করতে পারছে না।

রিয়া আরো লেখেন, তোমাকে ছাড়া জীবনের কোনো মানে নেই। তোমার সঙ্গেই এটি আমাকে ছেড়ে গেছে। এই শূন্যতা আর পূরণ হবে না। তুমি ছাড়া আমার জীবন থমকে গেছে। আমার সুইট সানসাইন আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে প্রতিদিন মালপোয়া দেবো, আর পৃথিবীর সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়ব, শুধু তুমি ফিরে এসো।

সুশান্তের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিয়া। এই অভিনেতাকে মাদক সরবরাহ ও সেবনের ঘটনায় গ্রেপ্তারও হন তিনি। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে জামিনে মুক্ত আছেন রিয়া। এছাড়া ভারতীয় মিডিয়ায় রিয়াকে নিয়ে নানা সমালোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিদ্রূপ ও কটাক্ষের শিকার হয়েছেন তিনি।


img

জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

প্রকাশিত :  ১২:৩৪, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৫, ১৩ মে ২০২৪

অবশেষে টানা তিন বছর পর সন্তানের মুখ দেখালেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে প্রথম প্রকাশ্যে আনলেন ছেলের ছবি। ছেলের নাম ঈশান দাশগুপ্ত।

ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী। সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছেলে ইশানের জন্মের পর তাকে এতদিন ক্যামেরার সামনে আনেননি অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে প্রথম প্রকাশ করলেন ইশানের ছবি।

ছবিতে দেখা যায় সাদা টি-শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত।

এর আগে ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে ইশান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছিল। তবে এবার প্রথম দেখা গেল তার স্পষ্ট ছবি।

নুসরাতের ছেলের পিতৃ পরিচয় নিয়ে নানা ওঠে প্রশ্ন উঠে। যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। এমনকি জন্মসনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত।