img

করোনা আক্রান্ত মার্কিনিদের গুয়ানতানামোতে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

প্রকাশিত :  ০৮:৫১, ২২ জুন ২০২১

করোনা আক্রান্ত মার্কিনিদের গুয়ানতানামোতে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত বন্দীশিবির আছে গুয়ানতানামো বে তে। ভয়ানক অপরাধী ও সন্ত্রাসীদের এই দ্বীপেই বিছিন্নভাবে আটকে রাখা হয়। আর করোনা আক্রান্তদের সেই ভয়াবহ দ্বীপেই পাঠানোর ইচ্ছা ছিলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আল জাজিরা

ট্রাম্প সম্পর্কে এমনই ভয়াবহ বহু তথ্য নিয়ে প্রকাশ হতে যাচ্ছে বই ‘নাইটমেয়ার সিনারিও: ইনসাইড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’স রেসপন্স টু দ্য প্যানডেমিক দ্যাট চেনজড দ্য হিসটোরি’। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইয়াসমিন আবু তালেব এবং দামিয়ান প্যাালেটা মিলে লিখেছেন এই বই। বইটি ট্রাম্পের বিভিন্ন পরামর্শদাতা এবং স্বাস্থ্য সংক্রান্ত কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েই লেখা হচ্ছে। এটি প্রকাশ পাবে আগামী ২৯ জুন। বিজনেস ইনসাইডার

এই বইয়ে বলা হয়েছে, ২০২০ সালে সিচুয়েশন রুমে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ট্রাম্প বলেন, আমাদের মালিকানায় একটি দ্বীপ আছে না? গুয়ানতানামো দ্বীপে রোগীদের পাঠালে কেমন হয়? তার এ প্রস্তাব শুনে হতবাক হয়ে যান উপস্থিত সকলে। ফের এই ভয়ানক পরিকল্পনা যাতে ট্রাম্প আর বলতে না পারেন তাই প্রসঙ্গ পাল্টে দিয়েছিলেন তারা। দ্য গার্ডিয়ান

এছাড়া করোনা টেস্ট নিয়েও ট্রাম্প অত্যন্ত বিরক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে এই বইয়ে। গত বছরের ১৮ মার্চে ট্রাম্প তার স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজারকে বলেন, এই টেস্টই আমাকে নিঃশেষ করে দিচ্ছে। এত টেস্ট করার কারণে আমি নির্বাচনে হেরে যাবো। ফেডারেল সরকার কেনো নির্বোধের মতো এত টেস্ট করাচ্ছে?

ট্রাম্প সম্পর্কে অজানা এমন আরো তথ্য থাকছে ঐ বইয়ে। তাই এখন সারা বিশ্বের নজর প্রকাশিতব্য বইটির দিকে। 

img

ইরাকে ‘সন্ত্রাসী’ হামলায় সেনা কর্মকর্তাসহ ৫ সৈন্য নিহত

প্রকাশিত :  ০৬:২৩, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৩৯, ১৪ মে ২০২৪

সন্ত্রাসী হামলায় ইরাকে ৫ সৈন্য নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহেদ্দিনে সেনা চৌকিতে হামলায় তারা নিহত হন।

নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা ও অন্য চারজন সেনাসদস্য। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অবশ্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করার সময়’ একজন অফিসার এবং তার রেজিমেন্টের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

একটি নিরাপত্তা সূত্র বলেছে, ‘দায়েশ (ইসলামিক স্টেট গোষ্ঠী) সন্ত্রাসীরা মাতেবিজা গ্রামের একটি সেনা চৌকিতে আক্রমণ চালিয়ে ‘চারজন সৈন্য এবং রেজিমেন্ট কমান্ডারকে হত্যা করে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকে আইএসের উত্থান ঘটে। সেসময় দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করে নিজেদের পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিল আন্তর্জাতিক এই উগ্রবাদী গোষ্ঠী। তবে ২০১৭ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থিত ইরাকি বাহিনী ইরাকে আইএসকে পরাজিত করে।

এরপর ২০১৯ সালে মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনীর কাছে সিরিয়ার শেষ অঞ্চলটিও হারায় সন্ত্রাসী এই গোষ্ঠীটি। কিন্তু আইএসের অবশিষ্ট কিছু দল এখনও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং মরুভূমির আস্তানা থেকে তারা বিভিন্ন সময়ই প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, ইরাক ও সিরিয়া-জুড়ে আইএসের এখনও ‘৩ হাজার থেকে ৫ হাজার যোদ্ধা’ রয়েছে।