img

ওয়াশিংটন-দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল ঢাকা!

প্রকাশিত :  ১১:১৯, ২৩ জুন ২০২১

ওয়াশিংটন-দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল ঢাকা!

জনমত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়ে প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর ঢাকা। সম্প্রতি প্রবাসীদের জীবনযাত্রার খরচের ওপর মার্কারের করা জরিপে এ তথ্য উঠে আসে।

মার্কার তাদের তালিকায় ২০৯ শহর অন্তর্ভুক্ত করেছে। হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ওপর ভিত্তি করে চালানো হয় জরিপ। জরিপের বেসলাইন ছিল নিউইয়র্ক শহর।মার্কারের ২০২১ সালের তালিকায় দেখা যায়, ঢাকার অবস্থান ৪০ নম্বরে। যদিও ২০২০ সালে ঢাকার অবস্থান ছিল ২৬।

মার্কারের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থান ঢাকার পরে। দুবাইয়ের অবস্থান ৪২ নম্বরে। এ ছাড়া ঢাকার চেয়ে কম ব্যয়বহুল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনও। তালিকায় ওয়াশিংটনের অবস্থান ৫১ নম্বরে।

বিদেশিকর্মীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদ। এর পর শীর্ষ পাঁচে রয়েছে হংকং, বৈরুত, টোকিও এবং জুরিখ।

img

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন ৪৪ বছরের ইউপি সদস্য নুরুন্নাহার

প্রকাশিত :  ১১:৫৩, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:২০, ১৩ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে এসএসসি পাস করেছে মা ও মেয়ে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। মা ও মেয়ে একসঙ্গে এসএসসি পাসের ঘটনায় নুরুন্নাহারের পরিবারে বইছে আনন্দের বন্যা। স্বজনরা অভিনন্দন জানাতে ছুটে আসছেন তার বাড়িতে।

রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে কারিগর শিক্ষা বোর্ডের অধীনে মা নুরুন্নাহার জিপিএ ৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবং চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ‍্যালয় থেকে মেয়ে নাসরিন আক্তার ২.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

নুরুন্নাহার জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। দুইবার সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হই। সবার অনুমতি নিয়ে আবার পড়াশুনা করি। কেননা, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আজ আমার আশা পূরণ হয়েছে। তবে পড়ালেখা করে এই বয়সে চাকরি করার ইচ্ছা নেই নুরুন্নাহারের। তবে এইচএসসিতে ভর্তি হবেন এবং পড়াশুনা চালিয়ে যাবেন বলে আশা ব‍্যক্ত করেন।

নুরুন্নাহার বেগম চাতলপাড় ইউনিয়নের সংরক্ষিত নারী আসন ১-২-৩ ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য। তিনি ২ সন্তানের জননী। ছেলে তেজগাঁও কলেজে পড়াশুনা করছে এবং মেয়ে নাসরিন এবার মায়ের সঙ্গে এসএসসি পাস করেছেন।

চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাস বলেন, ইউপি সদস্য নুরুন্নাহারকে সবার অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই। নুরুন্নাহার তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।