img

গোলাপগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত :  ১০:৩৫, ০৫ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৪০, ০৫ জুলাই ২০২১

গোলাপগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

গোলাপগঞ্জ আওয়ামীলীগের উপদেষ্টা এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাঃ আব্দুর রহমান শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ ৪ জুলাই বাদ জোহর ঢাকাদক্ষিণ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

তিনি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ মাদ্রাসা, ঢাকাদক্ষিণ বাজার কমিটি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের হাজী ইর্শাদ আলী আলী বড় ছেলে ছিলেন ডা. আব্দুর রহমান।

মৃত্যুকালে তিনি ২পুত্র এবং ৩কন্যা সন্তান রেখে গেছেন। উল্লেখ্য মরহুম লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, ইউরো বাংলাএডিটর, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের ভগ্নিপতি ও বেয়াই এবং মিন্টন কিংসের বিশিষ্ট ব্যবসায়ী ছালিক আহমদ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, সাবেক বিবিসি প্রেজেন্টার/প্রোডিউসার সাংবাদিক মারুফ আহমদের মামা। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংগঠন।

ডাঃ আব্দুর রহমানের মৃত্যুতে পৃথক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাংসদ নুরুলইসলাম নাহিদ, গোলাপগজ্ঞ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী সহ জেলাও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ৷

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান এবং ট্রেজারার বদরুল আলম বাবুল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি মোহামাদ জুবায়ের জনমতের সাবেক সম্পাদক সাংবাদিকনবাব উদ্দিন, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, সাংবাদিক ও কলামিস্ট ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক আকবর হোসেন, রানার টিভির কর্নধার লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক আ স ম মাসুম, এডিটর সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক আব্দুল হান্নান, চ্যানেল এসের প্রযোজক সাংবাদিক আহাদ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেস ও পাবলিসিটি সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাংবাদিক আজিজুল কায়েস, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী প্রমুখ। - খবর সংবাদ বিজ্ঞপ্তির 


কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর