img

ইউরোতে ইংল্যান্ড কি আর্জেন্টিনা হতে পারবে

প্রকাশিত :  ০৭:০৭, ১১ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট: ০৭:২৩, ১১ জুলাই ২০২১

ইউরোতে ইংল্যান্ড কি আর্জেন্টিনা হতে পারবে

স্পোর্টস ডেস্ক:  আর্জেন্টিনা স্বপ্নের ট্রফি জিতেছে দীর্ঘ ২৮ বছর পর । বাংলাদেশ সময় রোববার ভোরে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ট্রফির দেখা পায় মেসিরা। এদিকে রোববার দিবাগত রাত ১টায় ইউরোর শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি ইংল্যান্ড। তাই একখ প্রশ্ন উঠেছে ইউরোতে ইংল্যান্ড কি আর্জেন্টিনা হতে পারবে। তারা কি ৫৫ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবার ইউরোপসেরার স্বীকৃতি পাবেন।

এক-দুটি বছর নয়, দীর্ঘ ২৮ বছর ধরে এই দিনটির অপেক্ষাতেই তো ছিল আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল, জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হলো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতল আর্জেন্টিনা।

গত বুধবার সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।

অবশ্য বড় কোনো টুর্নামেন্টে এখনো ইতালিকে হারতে পারেনি ইংল্যান্ড। ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইতালি জয়ী হয়েছিল। এরপর ২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিই জিতেছিল ২-১ গোলে। যদিও দুটি দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর অভিযান শুরু করেছিল ইতালি। এ পর্যন্ত রবার্তো মানচিনির অধীনে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছে।

ইতালি দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে সাফল্য পেতে মুখিয়ে আছে। চারবারের বিশ্বকাপ জয়ীরা সর্বশেষ ১৯৬৮ সালে তাদের একমাত্র ইউরো শিরোপা হাতে তুলেছিল। এরপর থেকে তারা দুটি আসরের ফাইনালে উঠলে ২০০০ সালে ফ্রান্সের কাছে ও ২০১২ সালে স্পেনের কাছে পরাজিত হয়। রোববারের ম্যাচটি বড় কোনো আসরে তাদের ১০ম ফাইনাল।

২০১৮ সালে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পরেই মানচিনিকে ইতালির দায়িত্ব দেয়া হয়। তারপর থেকে মানচিনির অধীনে বদলে যেতে শুরু করে ইতালি।


img

বিশ্বকাপে খেলতে পারবো কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না: তাসকিন

প্রকাশিত :  ১২:২০, ১২ মে ২০২৪

আজ সকালেই জানা গিয়েছিল পাঁজরের চোটে পড়েছেন তাসকিন আহমেদ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি টাইগার এই পেসার। বিশ্বকাপের আগমুহূর্তে এমন খবরে যেন শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তারকা এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচে) বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।’  

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে টাইগার এই পেসার বলেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’