img

জগন্নাথপুরে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৩৪

প্রকাশিত :  ১৭:৫২, ১১ জুলাই ২০২১

জগন্নাথপুরে একদিনে করোনায় রেকর্ড শনাক্ত ৩৪

জনমত ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে ৩৪ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২০জন, কলকলিয়া ইউনিয়নে ২জন, আশারকান্দি ইউনিয়নে ৩জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন, রানীগঞ্জ ইউনিয়নে ২জন, পাটলী ইউনিয়নে ১জন, মিরপুর ইউনিয়নে ১জন ও বিশ্বনাথের বাসিন্দা ১জন।

শনিবার (১০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৪৭জন, মৃত্যুবরণ করছেন ২জন। ৬২জন আছেন হোম আইসোলেশনে এবং ৩জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

img

হবিগঞ্জে হাওর থেকে স্কুল শিক্ষিকা রুপা দাশের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১১:৩৩, ১৪ মে ২০২৪

হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল লাখাইয়ের হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপা দাশ (৪০) নামের ওই শিক্ষক ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুপা দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুপা দাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। তার কাছে বিষের দুটি বোতলও পাওয়া গেছে। একটি খালি এবং অপরটিতে বিষ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।